নিজে করি (অধ্যায় ১.৭)
অনুশীলনী
শিশুদের লাইনে রতন পিছনে থেকে অষ্টম এবং তার সামনে আরও ৯জন শিশু আছে। লাইনে কতজন শিশু আছে ?
লাইনে মোট ১৭ জন শিশু আছে।
আকাশ একটি বই পড়ছে। এখন সে নবম পৃষ্ঠা পড়ছে এবং বইয়ে আরও ৭ পৃষ্ঠা আছে। বইয়ে মোট কত পৃষ্ঠা আছে ?
বইয়ে মোট ১৬ পৃষ্ঠা আছে।




