Your score

0

নিজে করি (অধ্যায় ২.৩)

story telling অনুশীলনী

শ্রীলংকা জাতীয় ক্রিকেট দলের ১৮জন খেলোয়াড় বাংলাদেশে খেলতে এসেছেন। বাংলাদেশ দলেও ১৮জন খেলোয়াড় আছেন। দুই দলে মোট কতজন খেলোয়াড় আছেন ?

মোট ৩৬ জন খেলোয়াড় আছেন।

একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে ২৬ জন ছাত্রী ও ২৫ জন ছাত্র আছে। দ্বিতীয় শ্রেণিতে মোট কতজন শিক্ষার্থী আছে ?

মোট ৫১ জন শিক্ষার্থী আছে।

সৃষ্টিদের বাগানে ২৬ টি গোলাপ গাছ ও ৩৫ টি বেলি গাছ আছে। বাগানে কতগুলো গাছ আছে ?

বাগানে ৬১ টি গাছ আছে।

আলি তাদের গাছ থেকে ২ কাঁদি ডাব পেড়েছে। এক কাঁদিতে ১৯ টি ডাব এবং অন্য কাঁদিতেও ১৮ টি ডাব আছে। একত্রে কতগুলো ডাব আছে ?

একত্রে ৩৭ টি ডাব আছে।

শান্তিদের পারিবারিক লাইব্রেরিতে গল্পের ৫২ টি বই ও ৩৮ টি অন্য বিষয়ের বই আছে। লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে ?

লাইব্রেরিতে মোট ৯০ টি বই আছে।

রাজু বাজার থেকে ৪৫ টাকার মাছ ও ৩৮ টাকার সবজি কিনল। সে মোট কত খরচ করল ?

রাজু মোট ৭৩ টাকা খরচ করল।

অনি ও বন্ধুরা দুই দলে ২১শে ফেব্রুয়ারির প্রভাত-ফেরিতে গেল। এক দলে ২৯ জন ও অন্য দলে ৩৫ জন আছে। দুই দলে কতজন আছে ?

দুই দলে মোট ৬৪ জন আছে।

রিয়াজ তার চৌবাচ্চায় ৩৫ টি শিং মাছ ও ৪৭ টি তেলাপিয়া মাছ রাখল। সে কতগুলো মাছ চৌবাচ্চায় রাখল ?

রিয়াজ মোট ৮২ টি মাছ চৌবাচ্চায় রাখল।

আকাশ তার বাড়ির সামনে দিয়ে সকালে ৪২ টি গাড়ি ও বিকালে ৩৯ টি গাড়ি যেতে দেখেছে। ঐ দিন বাড়ির সামনে দিয়ে সে কতগুলো গাড়ি যেতে দেখেছে।

আকাশ মোট ৮১ টি গাড়ি যেতে দেখেছে।

একজন দোকানদার তার দোকানে ক্রেতার সংখ্যা গণনা করেন। প্রথম দিন ৫৬ জন ক্রেতা এসেছিলেন। পরের দিন ৩৪ জন ক্রেতা এসেছিলেন। ওই ২ দিনে তার দোকানে কতজন ক্রেতা এসেছিলেন ?

দোকানে মোট ৯০ জন ক্রেতা এসেছিলেন।