গুণ (অধ্যায় ৫.২)
অনুশীলনী
৬ টি থালার প্রতিটিতে ৫ টি করে লিচু আছে। একত্রে কতগুলো লিচু আছে ?
একত্রে ৩০ টি লিচু আছে।
মিনা প্রতিদিন একটি বইয়ের ২ পৃষ্ঠা করে পড়ে। সে ৬ দিনে কত পৃষ্ঠা পড়বে ?
সে ৬ দিনে ১২ পৃষ্ঠা পড়বে।
এক প্যাকেট বিস্কুটের দাম ২ টাকা। রেজা এই বিস্কুটের ৭ টি প্যাকেট কিনল।
- (১) এর দাম কত টাকা হবে ?
- (২) যদি সে বিস্কুটের আরও ৩ প্যাকেট কিনে, তবে কত টাকা লাগবে ?
৭ টি প্যাকেটর দাম ১৪ টাকা এবং আরও ৩ টি প্যাকেট কিনতে তার ৬ টাকা লাগবে।
একটি রিকশায় ৩ টি চাকা আছে। ৫ টি রিকশায় একত্রে কয়টি চাকা রয়েছে ?
৫ টি রিকশায় একত্রে ১৫ টি চাকা রয়েছে।
একটি থালায় ৩ টি পেয়ারা সাজানো যায়। ৪ টি থালা সাজাতে কয়টি পেয়ারা প্রয়োজন ?
১২ টি।
গরুর পা কয়টি ? ৭ টি গরুর মোট পা কতটি ?
গরুর ৪ টি পা আছে এবং ৭ টি গরুর মোট পা হলো ২৮ টি।
১ টি গাড়ির ৪ টি চাকা রয়েছে। ৫ টি গাড়ির জন্য কতটি চাকার প্রয়োজন ?
২০ টি।




