৮ ও ৯ এর গুণ (অধ্যায় ৫.৪)
অনুশীলনী
৪ টি বক্সের প্রতিটিতে ৮ টি করে চকলেট আছে। সেখানে কতগুলো চকলেট আছে ?
৩২ টি।
একটি শ্রেণীকক্ষে প্রতিটি দলে ৮ জন করে শিক্ষার্থী আছে। যদি ৬ টি দল থাকে, তবে সেখানে কতজন শিক্ষার্থী থাকবে।
মোট ৪৮ জন শিক্ষার্থী থাকবে।
প্রতিটি ঝুড়িতে ৯ টি করে রুটি রাখা যায়। এরকম ৪ টি ঝুড়িতে কতগুলো রুটি রাখা যায় ?
৩৬ টা রুটি রাখা যায়।
রফিক একদিনে একটি বইয়ের ৯ পৃষ্ঠা পড়ে। সে ৭ দিনে কত পৃষ্ঠা পড়ে ?
৬৩ পৃষ্ঠা।




