গুণের নামতা দেখি (অধ্যায় ৫.৮)
অনুশীলনী
রাজুর বাবা এক দিনে ১২ ঘণ্টা কাজ করেন। যদি তিনি ৩ দিন কাজ করেন, তবে কত ঘণ্টা কাজ হবে ?
৩৬ ঘণ্টা।
রহিম ৩ টি রুপকথার বই কিনতে চায়। প্রতিটি বইয়ের মূল্য ৩০ টাকা। বই কিনতে তার কত টাকা লাগবে ?
৩ টি বই কিনতে মোট ৯০ টাকা লাগবে।




