Your score

0

নিজে করি (অধ্যায় ৫.৯)

story telling অনুশীলনী

একটি প্যাকেটে ২ টি লজেন্স আছে। ৮ টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে ?

৮ টি প্যাকেটে মোট ১৬ টি লজেন্স আছে ।

একটি শ্রেণীকক্ষে ১০ টি বেঞ্চ আছে। একটি বেঞ্চে ৫ জন ছাত্র বসতে পারে। শ্রেণীকক্ষে মোট কতজন ছাত্র বসতে পারবে ?

শ্রেণীকক্ষে মোট ৫০ জন ছাত্র বসতে পারবে।

বাবা প্রতিদিন ৪ ঘণ্টা হাঁটেন। ৭ দিনে তিনি কত ঘণ্টা হাঁটেন ?

২৮ ঘণ্টা।

উজ্জ্বল ৪ টি বই কিনতে চায়। প্রতিটি বইয়ের দাম ২১ টাকা। বই কিনতে তার কত টাকা লাগবে ?

মোট ৮৪ টাকা লাগবে।

বামদিকের কলামের সংখ্যা দিয়ে উপরের সারির সংখ্যা গুণ কর এবং খালিঘরে ফলাফল লিখে পূরণ কর।

নিচের চিত্রটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বসার অবস্থা। একটি ডট (.) দিয়ে একজন শিক্ষার্থী নির্দেশ করে। শ্রেণীকক্ষে কতজন শিক্ষার্থী আছে ? বিভিন্ন উপায়ে এটি হিসাব কর।

২৪ জন।