কতজনকে দেওয়া যাবে ? (অধ্যায় ৬.২)
অনুশীলনী
আমরা কয়েকজন শিশুকে ৩২ টি লিচু ভাগ করে দিলাম। প্রতিটি শিশু ৮ টি করে লিচু পেল। কতজন শিশুকে লিচু দেওয়া হয়েছে ?
৪ জন শিশুকে লিচু দেওয়া হয়েছে।
একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুরস্কারের জন্য ৪৫ টি খাতা আছে। যদি একজন শিক্ষার্থীকে ৫ টি খাতা দেওয়া হয়, তবে কতজন শিক্ষার্থী পুরস্কার পাবে ?
৯ জন শিক্ষার্থী পুরস্কার পাবে।




