Your score

0

নিজে করি (অধ্যায় ৬.৪)

story telling অনুশীলনী

৮ টি আম দুইজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হল। প্রত্যেকে কয়টি করে আম পাবে ?

৪ টি।

২৪ টি লজেন্স চারজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে ?

৬ টি।

২৭ টাকা তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কত টাকা করে পাবে ?

৯ টাকা।

একটি বেঞ্চে ৫ জন বসে। ৪৫ জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে ?

৯ টি।

একজন লোক ৩২ টাকা দিয়ে কিছু ডিম কিনলেন। যদি একটি ডিমের দাম ৪ টাকা হয়, তবে এই লোক কয়টি ডিম কিনেছেন ?

৮ টি।

প্রত্যেক দলে ৮ জন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো। যদি ৭২ জন শিক্ষার্থী থাকে, তবে কয়টি দল হবে ?

৯ টি ।

একজন শিক্ষার্থী ৫৪ পৃষ্ঠার একটি বই পড়ছে। যদি সে একদিনে ৬ পৃষ্ঠা পড়ে, তবে এই বই পড়ে শেষ করতে তাঁর কতদিন লাগবে ?

৯ দিন।

যথাযথ পদ্ধতি অনুসরণ করে নিচের সমস্যাগুলো সমাধান কর :

(ক) একটি ঝুড়িতে ১০ টি আম আছে। ৫ টি ঝুড়িতে কতগুলো আম আছে ?

৫০ টি।

(খ) একজন লোক ১০ টি আম কিনলেন এবং ৫ জন শিশুকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক শিশু কয়টি করে আম পেল ?

২ টি।

(গ) একটি শ্রেণীকক্ষে ২৪ জন শিক্ষার্থী আছে। যদি একটি বেঞ্চে ৪ জন শিক্ষার্থী বসে, তবে ওই শ্রেণিতে কয়টি বেঞ্চ আছে ?

৬ টি।

(ঘ) একটি শ্রেণীকক্ষে ১২ টি বেঞ্চ আছে। যদি শিক্ষার্থীরা ৬ টি বেঞ্চে বসে, তবে কতগুলো অব্যবহৃত বেঞ্চ থাকে ?

৬ টি ।

(ঙ) একটি প্যাকেটে ৮ টি বিস্কুট আছে। একজন বালিকা বিস্কুটের ২ টি প্যাকেট কিনল। সে মোট কতগুলো বিস্কুট কিনল ?

১৬ টি।

(চ) একজনের ৮ টি বিস্কুট আছে। যদি সে একদিনে ২ টি বিস্কুট খায়, তবে সে কতদিনে বিস্কুট শেষ করবে ?

৪ দিনে।

গাণিতিক বাক্য ৩২ ÷ ৪ = ? এর জন্য দুইটি ভিন্ন ধরনের গাণিতিক সমস্যা তৈরি কর।