Your score

0

বাংলাদেশি মুদ্রা ও নোট (অধ্যায় ৭)

story telling অনুশীলনী

ঈদের দিন ইমা নিচের নোটগুলো উপহার হিসাবে পেল। সে মোট কত টাকা উপহার পায় ?

20tk 20tk 20tk
10tk 10tk 10tk
20tk 20tk 20tk 20tk
ইমা মোট ৯৮ টাকা উপহার পায়।

ইভা ৩২ টাকায় এক হালি ডিম, ৩০ টাকায় এক প্যাকেট চানাচুর এবং ৬ টাকায় কিছু বিস্কুট কিনল। সে বাজারে কত টাকা খরচ করল ?

ইভা বাজারে মোট ৬৮ টাকা খরচ করল।

রাজুর ১৬ টাকা ছিল এবং তার বাবা তাকে আরও ২০ টাকা দিলেন। রাজু একটি দোকানে গেল এবং ৩২ টাকা দিয়ে খাতা ও কলম কিনল। তার কাছে কত টাকা রইল ?

রাজুর কাছে ৪ টাকা রইল।