Your score

0

ওজন (অধ্যায় ৯.২)

story telling এসো নিজে করি

তুমি একজন দোকানদার এবং তোমার একটি ৫০ গ্রাম বাটখারা , দুইটি ২০ গ্রাম বাটখারা , তিনটি ১০ গ্রাম বাটখারা এবং পাঁচটি ৫ গ্রাম বাটখারা আছে । তুমি কীভাবে ৭৫ গ্রাম ওজন করবে ?


বাটখারা গুলোকে টেনে ৭৫ গ্রাম ওজন মিল করি


boy

উপরের একই বাটখারা ব্যবহার করে ১০০ গ্রাম ওজন কী কী উপায়ে করা যায় , বের কর ।


বাটখারা গুলোকে টেনে ১০০ গ্রাম ওজন মিল করি