পাখিদের কথা
প্রশ্ন উত্তর
মুখে মুখে উত্তর বলি
১। কোন কোন পাখি গান গাইতে পারে?
কোকিল, বুলবুলি, ময়না ও দোয়েল পাখি গান গাইতে পারে।
২। মানুষের কথা নকল করতে পারে কোন কোন পাখি?
ময়না ও টিয়া পাখি মানুষের কথা নকল করতে পারে।
৩। কোন কোন পাখিকে ছোট পাখি বলা হয়?
বুলবুলি, দোয়েল, টুনটুনি ও বাবুইকে ছোট পাখি বলা হয়।
৪। তাঁতি পাখি কোনটি? এদের তাঁতি পাখি বলা হয় কেন?
বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয়। বাবুই সরু সরু আঁশ দিয়ে বাসা বোনে। তাঁতিদের মতন সুন্দর বাসা বুনতে পারে তাই বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয়।
৫। আমাদের জাতীয় পাখি কোনটি?
আমাদের জাতীয় পাখির নাম দোয়েল।
৬। কোকিল কোন সময় ডাকে?
কোকিল বসন্তকালে ডাকে।
৭। টুনটুনিকে চঞ্চল পাখি বলা হয় কেন?
টুনটুনি পাখি গাছের এই ডাল থেকে ওই ডালে ছুটে বেড়ায়। কখনই স্থির থাকতে পারে না। এজন্য টুনটুনি পাখিকে চঞ্চল পাখি বলা হয়।
৮। পাখি কী রক্ষা করে?
পাখি পরিবেশ রক্ষা করে।
৯। কোন পাখি অন্যের বাসায় ডিম পাড়ে?
কোকিল অন্য পাখির বাসায় ডিম পাড়ে।
১০। কোন পাখির কণ্ঠ সবচেয়ে সুরেলা?
কোকিল পাখির কন্ঠ সবচেয়ে সুরেলা।