- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - ছবি ও কথা
- পাঠ ২ - আমাদের এই বাংলাদেশ
- পাঠ ৩ - রাজা ও তাঁর তিন কন্যা
- পাঠ ৪ - হাটে যাব
- পাঠ ৫ - ভাষাশহিদদের কথা
- পাঠ ৬ - চল্ চল্ চল্
- পাঠ ৭ - স্বাধীনতা দিবসকে ঘিরে
- পাঠ ৮ - কুঁজো বুড়ির গল্প
- পাঠ ৯ - তালগাছ
- পাঠ ১০ - একাই একটি দুর্গ
- পাঠ ১১ - আমার পণ
- পাঠ ১২ - পাখিদের কথা
- পাঠ ১৩ - আমাদের গ্রাম
- পাঠ ১৪ - কানামাছি ভোঁ ভোঁ
- পাঠ ১৫ - আদর্শ ছেলে
- পাঠ ১৬ - একজন পটুয়ার কথা
- পাঠ ১৭ - ঘুড়ি
- পাঠ ১৮ - স্টিমারের সিটি
- পাঠ ১৯ - পাল্লা দেওয়ার খবর
- পাঠ ২০ - বড় কে?
- পাঠ ২১ - নিরাপদে চলাচল
- পাঠ ২২ - খলিফা হযরত আবু বকর (রা)
- Home
- Elements
পাখিদের কথা
বাক্য রচনা
শব্দগুলো ভালোভাবে দেখি। এগুলো পাখিদের রং ও গুণের কথা বোঝাচ্ছে। শব্দগুলো দিয়ে বাক্য লিখি।
তাঁতি
বাক্য দেখি
তাঁতি সকলের জন্য কাপড় বোনেন।
সুরেলা
বাক্য দেখি
কোকিল পাখির ডাক অত্যন্ত সুরেলা।
সুন্দর
বাক্য দেখি
বাবুই পাখি সুন্দর বাসা বানাতে পারে।
উজ্জ্বল
বাক্য দেখি
মাছরাঙ্গা পাখির পালক উজ্জ্বল নীল রঙের।
সবুজ
বাক্য দেখি
আমাদের স্কুলের মাঠটি সবুজে ঘেরা।
ছবি দেখি। পাখি সম্পর্কে দুটি করে বাক্য লিখি। উদাহরণগুলো দেখি।

টিয়া পাখির গায়ের রং সবুজ ও লাল। টিয়া পাখি মানুষের কথা অনুকরণ করতে পারে।

শালিক লোকালয়ের কাছাকাছি বাসা বাঁধে। শালিক পাখি দল বেঁধে চলতে ভালবাসে।

মিষ্টি গানের পাখি বুলবুলি। বুলবুলি পাখি বনে জঙ্গলে বসবাস করে।