পাখিদের কথা

story telling বাক্য রচনা

শব্দগুলো ভালোভাবে দেখি। এগুলো পাখিদের রং ও গুণের কথা বোঝাচ্ছে। শব্দগুলো দিয়ে বাক্য লিখি।

তাঁতি

বাক্য দেখি

তাঁতি সকলের জন্য কাপড় বোনেন।

সুরেলা

বাক্য দেখি

কোকিল পাখির ডাক অত্যন্ত সুরেলা।

সুন্দর

বাক্য দেখি

বাবুই পাখি সুন্দর বাসা বানাতে পারে।

উজ্জ্বল

বাক্য দেখি

মাছরাঙ্গা পাখির পালক উজ্জ্বল নীল রঙের।

সবুজ

বাক্য দেখি

আমাদের স্কুলের মাঠটি সবুজে ঘেরা।

ছবি দেখি। পাখি সম্পর্কে দুটি করে বাক্য লিখি। উদাহরণগুলো দেখি।

টিয়া পাখির গায়ের রং সবুজ ও লাল। টিয়া পাখি মানুষের কথা অনুকরণ করতে পারে।

শালিক লোকালয়ের কাছাকাছি বাসা বাঁধে। শালিক পাখি দল বেঁধে চলতে ভালবাসে।

মিষ্টি গানের পাখি বুলবুলি। বুলবুলি পাখি বনে জঙ্গলে বসবাস করে।