পাখিদের কথা

activities এসো নিজে করি

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

প্রতিবেশী - পড়শি, কাছাকাছি বসবাস করেন যারা।
পালক - পাখির শরীর বা পাখার আবরণ।
পোঁচ - লেপে দেয়া, মাখানো।
ছোপ - রং, দাগ।
ঝুঁটি - খোঁপা।
শখ - পছন্দ, আগ্রহ।
ঝাঁক - দল, পাল।
তাঁতি - যে কাপড় বোনে।
রক্ষা - সংরক্ষণ।
বাঁকানো - যা বাঁকা করা হয়েছে, বক্র।
সুরেলা - যার সুর মধুর।
চঞ্চল - চপল, অস্থির।