- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - বাংলাদেশের প্রকৃতি
- পাঠ ২ - পালকির গান
- পাঠ ৩ - বড় রাজা ছোট রাজা
- পাঠ ৪ - বাংলার খোকা
- পাঠ ৫ - মুক্তির ছড়া
- পাঠ ৬ - আজকে আমার ছুটি চাই
- পাঠ ৭ - বীরশ্রেষ্ঠর বীরগাথা
- পাঠ ৮ - মহীয়সী রোকেয়া
- পাঠ ৯ - নেমন্তন্ন
- পাঠ ১০ - মোবাইল ফোন
- পাঠ ১১ - আবোল-তাবোল
- পাঠ ১২ - পুষ্টিকর খাবার
- পাঠ ১৩ - মোদের বাংলা ভাষা
- পাঠ ১৪ - বাওয়ালিদের গল্প
- পাঠ ১৫ - পাখির জগৎ
- পাঠ ১৬ - কাজলা দিদি
- পাঠ ১৭ - বাবুর্চি আবদূর রহমান
- পাঠ ১৮ - মা
- পাঠ ১৯ - ঘুরে আসি সোনারগাঁও
- পাঠ ২০ - বীরপুরুষ
- পাঠ ২১ - ময়নামতির শালবন বিহার
- পাঠ ২২ - লিপির গল্প
- পাঠ ২৩ - খলিফা হযরত উমর (রা)
- Home
- Elements
পাখির জগৎ
এসো নিজে করি
- খালি জায়গায় শব্দ বসাই
- সঠিক উত্তরটি বলি ও টিক চিহ্ন দেই
- বাম পাশের সাথে ডান পাশের ছবি মিলাই
- কর্ম-অনুশীলন
ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরী করি।
ক) নানা ফুলের মধু ও
পাখিদের প্রিয় খাবার।
খ) চড়ুই পাখি
থাকতেই বেশি পছন্দ করে।
গ) আমাদের
রক্ষার প্রতি সচেতন হওয়া উচিত।
ঘ) পাখিরা মানুষের বন্ধু, এরা অনেক
।
ঙ)
হাতির পাল গ্রামে চলে এসেছে।
চ) মায়া হরিণ এখন
প্রাণী।
ছ) ফুলের
টুনটুনির সবচেয়ে প্রিয়।
জ) বুলবুলির মাথা ও গলা
।
সঠিক উত্তরটি বলি ও টিক চিহ্ন দেই।
ক। চড়ুই পাখির প্রিয় জায়গা-
বন
লোকালয়
স্কুলঘর
আস্তাবল
খ। পানকৌড়ি খেতে ভালোবাসে-
মাছ
মাংস
কীটপতঙ্গ
গাছের পাতা
গ। পাখিরা পরিবেশকে-
নষ্ট করে
দূষণ করে
সবুজ রাখে
সুন্দর রাখে
ঘ। চড়ুইয়ের মতো চঞ্চল স্বভাবের পাখি কোনটি?
বাবুই
টুনটুনি
বুলবুলি
ময়না
ঙ। পানকৌড়ির বিচরণক্ষেত্র কোথায়?
মাঠে-ঘাটে
বনে-জঙ্গলে
লোকালয়ে
খালে-বিলে
চ। পানকৌড়ির সাথে মিল আছে কোনটির?
হাঁস
মুরগি
বক
কবুতর
ছ। চমৎকার বাসা বানায় কোন পাখি?
বাবুই
টুনটুনি
কোকিল
দোয়েল
জ। মাথায় লালচে রঙের ছোপ আছে যে পাখির-
দোয়েল
কোয়েল
চড়ুই
টুনটুনি
ঝ। মাথায় ছাই রং আছে কোন পাখির?
দোয়েল
ময়না
চড়ুই
টুনটুনি
ঞ। কোন পাখি দলবেঁধে চলতে ভালবাসে?
বাবুই
মাছরাঙা
চিল
শালিক
ট। শিল্পী পাখি কোনটি?
দোয়েল
বাবুই
টুনটুনি
শালিক
বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের ঠিক ছবিটি মিলাই।
খুব দ্রুত উড়তে পারে
শিকড়বাকড় দিয়ে বাসা বানায়
লেজ নাড়িয়ে টুই টুই শব্দ করে উড়ে বেড়ায়
লোকালয় এদের প্রিয় জায়গা
পানিতে বেশি সময় থাকে
কর্ম-অনুশীলন
আমার দেখা যেকোনো একটি পাখির কথা বর্ণনা করি।








