পাখির জগৎ

test/exam শব্দার্থ

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

বিচরণ - বেড়ানো; ঘোরাফেরা করা; ভ্রমণ; এদিকে ওদিকে বেড়ানো।
চমৎকার - সুন্দর; মনোহর; বিস্ময়কর; অদ্ভূত; অপরূপ।
পরিবেশ - চারপাশের অবস্থা।
ঝুঁটি - খোপা; শীর্ষস্থান।
নাশ - ধ্বংস; নষ্ট; ক্ষয়; লোপ; বিনাশ।
স্বভাব - আচরণ।
সখ্য - বন্ধুতা।
শোভা - সৌন্দর্য।
পালক - পাখির ডানা বা পাখা।
ভারসাম্য - দুই দিক সমান রাখা; সমতা।

প্রদত্ত শব্দগুলোর সমার্থক শব্দ লিখি।

পাখি - পক্ষী, বিহঙ্গ।
জগৎ - ধরণি, দুনিয়া, বসুন্ধরা।
মা - মাতা, জননী, জন্মদাত্রী।
বাড়ি - গৃহ, আবাসস্থল, বাসস্থান।
গা - দেহ, তনু, শরীর।