ঘুরে আসি সোনারগাঁও

activities এসো নিজে করি

সঠিক উত্তরটি বলি ও টিক চিহ্ন দেই।

ক। ঘুরে আসি সোনারগাঁও গল্পে শিক্ষা সফরে সবাই কোথায় যাচ্ছিল-

যাত্রাবাড়ি

সোনারগাঁও

পাহাড়পুর

চট্টগ্রাম

খ। লোকশিল্প জাদুঘরের প্রবেশ পথটি কেমন-

দারুণ কারুকাজ করা

সাধারণ

অঙ্কে পুরানো

নতুন

গ। মসলিন কাপড়ের জন্য প্রসিদ্ধ স্থান-

নারায়ণগঞ্জ

সোনারগাঁও

গুলিস্তান

নওগাঁ

ঘ। ঢাকার আগে সোনারগাঁও ছিল-

পূর্ব বাংলার রাজধানী

দক্ষিণ বাংলার রাজধানী

দক্ষিণ-পূর্ব বাংলার রাজধানী

উত্তর বাংলার রাজধানী

ঙ। দক্ষিণ-পূর্ব বাংলার শাসনকর্তা ছিলেন-

ঈশা খাঁ

তিতুমীর

আলীবর্দি খাঁ

নবাব আহসানউল্লাহ

চ। ঢাকা থেকে সোনারগাঁওয়ের দূরত্ব-

২৭ কিমি

২২ কিমি

২৫ কিমি

২৮ কিমি

ছ। সোনারগাঁও কিসের জন্য বিখ্যাত ছিল?

মসলিনের জন্য

জামদানির জন্য

বিলিতি কাপড়ের জন্য

রেশমি কাপড়ের জন্য

জ। মসলিনের কদর কেন কমে যায়?

ভারতীয় কাপড়ের জন্য

মিয়ানমারের কাপড়ের জন্য

দেশি পণ্য ঘাটতি পড়ায়

বিলিতি কাপড়ের জন্য

ঝ। কোন জাদুঘর গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে?

জাতীয় জাদুঘর

লোকশিল্প জাদুঘর

মুক্তিযুদ্ধ জাদুঘর

সামরিক জাদুঘর

ঞ। লোকশিল্প জাদুঘরে কোনটি দেখা যায়?

যুদ্ধাস্ত্র

রাজাদের ব্যবহৃত জিনিস

মাটির পুতুল

মুক্তিযুদ্ধের ছবি

বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের ঠিক শব্দাংশ মিলিয়ে পড়ি ও লিখি।

সমৃদ্ধ এলাকা

গোয়ালদি

প্রাচীন মসজিদ

লোকশিল্পের প্রতিষ্ঠাতা

মসলিন কাপড়

সোনারগাঁও এর শাসনকর্তা

জয়নুল আবেদিন

জগৎ জোড়া খ্যাত

ঈশা খাঁ ছিলেন

পানাম নগর

কর্ম-অনুশীলন

ক। মনে কর তোমার বিদ্যালয় থেকে গতসপ্তাহে সবাইকে নিয়ে একটি ঐতিহাসিক স্থানে শিক্ষাসফরে গিয়েছিলো, সেই ঘটনার বর্ণনা দিয়ে তোমার বন্ধুর সাথে টেলিফোনে কথোপকথন তৈরি কর।

খ। মনে কর, একজন বিদেশির সাথে তোমার পরিচয় হয়েছে। যিনি আগে কখনো বাংলাদেশে আসেননি। তিনি বাংলাদেশের আচার, অনুষ্ঠান, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে জানার জন্য কোথায় যাবেন, তা তোমার কাছে জানতে চাইলেন, সেক্ষেত্রে তুমি তাকে কোথায় যাওয়ার পরামর্শ দেবে এবং কেন?

গ। নিচের যেকোনো একটি বিষয় নিয়ে ৮টি বাক্য লিখি।

সোনারগাঁ
জাদুঘর
স্মৃতিসৌধ
শহিদ মিনার

এককথায় প্রকাশ করি।

কেঁপে কেঁপে ওঠে এমন

উত্তর দেখি

স্পন্দন

খ্যাতি আছে যার

উত্তর দেখি

বিখ্যাত

যিনি পথ দেখান

উত্তর দেখি

অগ্রদূত

শিক্ষা অর্জনের জন্য যে সফর

উত্তর দেখি

শিক্ষাসফর

কোনো কিছু পার হওয়া

উত্তর দেখি

অতিক্রম

মহান যে নারী

উত্তর দেখি

মহিয়সী

নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি বসিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করি।

শব্দ

শব্দার্থ

মৃৎপাত্র

মাটির তৈরি জিনিস

নিদর্শন

দৃষ্টান্ত

রৌপ্য

রূপা

প্রতিষ্ঠা

স্থাপন, তৈরি

কেল্লা

দুর্গ, সেনানিবাস

ক) জাদুঘরে ঐতিহাসিক

পাওয়া যায়।

খ) মোমেন সাহেব একটি মসজিদ

করেন।

গ) লালবাগ

একটি দর্শনীয় স্থান।

ঘ) করিম সাহেব বাজার থেকে একটি

কিনে আনলেন।

ঙ) ধ্বংসস্তুপ মন্দিরে এখনো প্রাচীন

মুদ্রা পাওয়া যায়।