ঘুরে আসি সোনারগাঁও

story telling বাক্য রচনা

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। বাক্য তৈরি করে লিখি।

ঐতিহাসিক

বাক্য দেখি

বাংলাদেশে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে।

বিস্মিত

বাক্য দেখি

বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্প শুনে আমি বিস্মিত হয়েছিলাম।

লোকশিল্প

বাক্য দেখি

মাটির কাজ, কাধের কাজ, বাঁশ ও বেতের কাজ লোকশিল্পের অংশবিশেষ।

কদর

বাক্য দেখি

একসময় মসলিন কাপড়ের বিশ্বজোড়া খ্যাতি ও কদর ছিল।

প্রাচীন

বাক্য দেখি

সোনারগাঁও বাংলার প্রাচীন রাজধানী।

নিচের যেকোনো একটি বিষয় নিয়ে ৮টি বাক্য লিখি।

সোনারগাঁ
জাদুঘর
স্মৃতিসৌধ
শহিদ মিনার