ঘুরে আসি সোনারগাঁও

প্রশ্ন উত্তর

মুখে মুখে উত্তর বলি

১। সোনারগাঁও কোথায় অবস্থিত?

সোনারগাঁও বাংলাদেশের অন্যতম একটি ঐতিহাসিক স্থান। সোনারগাঁও ঢাকা থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে ঢাকার দক্ষিণ-পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত।

২। গোয়ালদি মসজিদ কী জন্যে বিখ্যাত?

গোয়ালদি এক গম্বুজ বিশিষ্ট একটা প্রাচীন মসজিদ। মুঘল স্থাপত্য-শৈলীর অপূর্ব নিদর্শন রয়েছে এ মসজিদে। মুঘল স্থাপত্যের চমৎকার নিদর্শন হিসেবে এটি বিখ্যাত। তবে এটা তৈরি হয়েছিল মুঘলরা বঙ্গদেশে আসার আগে।

৩। পানাম নগর কী জন্য প্রসিদ্ধ?

সোনারগাঁও এর সবচেয়ে সমৃদ্ধ এলাকা পানাম নগর। এ যেন নগরের মধ্যে আরেক নগর। এর একটা মাত্র রাস্তা। তাঁর দুই পাশে সারি সারি প্রাচীন দালান। দালানগুলো খুব উঁচু নয়। সবই দোতলা। প্রায় একশ বছরের আগের তৈরি। এখানেই ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন। সোনারগাঁও তখন ছিল মসলিন কাপড় তৈরির প্রসিদ্ধ স্থান। সোনারগাঁওয়ে তৈরি মসলিনের বিশ্বজোড়া খ্যাতি ও কদর ছিল। পরে সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে উঠে পানাম নগর। তাই বলা যায়, পানাম নগর ছিল মসলিন কাপড়ের জন্য প্রসিদ্ধ।

৪। লোকশিল্প কাকে বলে?

গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে বলে লোকশিল্প। এগুলোর মধ্যে রয়েছে-মাটির কাজ, মুখোশ, মৃৎ পাত্র, কাঁসার তৈরি নানা জিনিস, অলংকার, কাঠের কাজ, বাঁশ ও বেতের কাজ ইত্যাদি। লোকশিল্প বাঙালির ঐতিহ্য।

৫। লোকশিল্প জাদুঘর কেন দরকার?

একটি দেশের শিল্প-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যের যাবতীয় নিদর্শন জাদুঘরেই সংরক্ষিত থাকে। আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে বলে লোকশিল্প। কাঠের তৈরি জিনিস, মুখোশ, মৃতপত্র, মাটির পুতুল, বাশ-লোহা- কাঁসার তৈরি নানা জিনিস, অলংকার ইত্যাদি সংরক্ষণ করে রাখা হয়। জামদানি শাড়ি, বাহারি নকশি কাঁথা পাওয়া যায় এই লোকশিল্পে। লোকশিল্প বাঙালির ঐতিহ্য। এই ঐতিহ্য ধারণ করতে হবে। এজন্য লোকশিল্প জাদুঘর প্রয়োজন।

৬। জাদুঘর বলতে কী বুঝি?

যে স্থানে একটি দেশের শিল্প-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যের যাবতীয় নিদর্শন সংরক্ষণ করে রাখা হয়, তাকেই জাদুঘর বলে।

৭। সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা কে?

সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পী জয়নুল আবেদীন। তিনি ছিলেন অনেক বড় শিল্পী।

৮। সোনারগাঁও কিসের জন্য বিখ্যাত ছিল?

মসলিন কাপড়ের জন্য সোনারগাঁও ছিল বিখ্যাত। বিশ্বজুড়ে ছিল মসলিনের খ্যাতি।

 সোনারগাঁওয়ের স্থাপত্যশৈলীর বর্ণনা দাও?

সোনারগাঁওয়ের স্থাপত্যশৈলী অভূতপূর্ব। আমাদের বাঙালি সংস্কৃতির নিদর্শন হিসেবে যেন স্বগর্বে মাথা উঁচু করে সোনারগাঁও দাঁড়িয়ে আছে।

১০। লোকশিল্প জাদুঘর বলতে কী বুঝায়?

একটি দেশের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্র যে জাদুঘরে প্রদর্শিত হয় এবং সংরক্ষিত হয় তাই লোকশিল্প নামে পরিচিত।

১১। লোকশিল্প জাদুঘরে গেলে কী কী জানা যায়?

বাংলাদেশের লোকশিল্প জাদুঘরে গেলে দেখা যায় গ্রামের মানুষের তৈরি নানা রকম জিনিসের প্রদর্শনী। এগুলো দেখে আমরা আমাদের গ্রামীণ শিল্প, ঐতিহ্য সম্পর্কে জানতে পারি।