লিপির গল্প

প্রশ্ন উত্তর

মুখে মুখে উত্তর বলি

১। লিপি বলতে কী বুঝি?

লিপি মানে অক্ষর বা হরফ। কোনো শব্দ শুনে লেখা, জিনিস দেখে লেখা। চিন্তা করে মনের কথা লেখা। অর্থাৎ, লিপির মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি।

২। লিপি তৈরির চিন্তা এলো কীভাবে?

অনেক দিন আগের কথা। প্রায় ছয়-সাত হাজার বছর আগে পৃথিবীতে লোকজন লিখতে ও পড়তে জানত না। শুধু কথা বলতে পারত। কারণ তখন অক্ষর বা বর্ণ কিছুই ছিল না। তখন লেখাপড়া জানা লোক ছিল না, সাক্ষর লোক ছিল না। চিঠিপত্র, বইপত্র ও কালি কলম ছিল না। বড়রা ছোটদের জন্য গল্প বানাতেন আর পাহাড়ের গুহায় বসে রাতে চাঁদের আলোয় তা ছোটদের শুনিয়ে ঘুম পাড়াতেন। কিন্তু ভুলে গেলে আবার নতুন করে গল্প বানাতে হতো। শুধু গল্প না তখন তাঁরা প্রয়োজনীয় কথাগুলোও মনে রাখত এবং সেগুলোও একসময় ভুলে যেত। সে জন্যই ভুলে যাওয়ার এই বিপদ থেকে বাঁচার জন্য লিপি তৈরির চিন্তা মাথায় এলো। অর্থাৎ, মনের কথাকে রেখার মাধ্যমে বন্দি করে রাখার জন্যে তৈরি হলো লিপি।

৩। লিপি আবিষ্কারকদের নাম লিখি।

প্রাগৈতিহাসিক কালে কে কখন কীভাবে লিপি আবিষ্কার করেছিলেন তা কেউ ঠিকভাবে বলতে পারবে না। আধুনিক কালে যারা এ ধরনের কাজ করেছেন তাঁদের কারও কারও নাম জানা যায়। যেমনঃ কোরিয়ার রাজা সে জং এবং ইউরোপের এক ধর্মযাজক সন্ত সিরিল।

৪। বাংলা লিপি কীভাবে এলো?

বাংলা লিপি কে প্রচলন করেছেন তা জানা যায় নি। প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে অশোক লিপি, অশোক লিপি থেকে কুটিল লিপি এবং কুটিল লিপি থেকে বঙ্গ লিপি। তবে লিপির নানা ধাপ পেরিয়ে বঙ্গ লিপি থেকেই বাংলা লিপি এসেছে বলে পন্ডিতদের ধারণা।

৫। কখন থেকে মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো?

প্রাচীনকালে লিপির প্রচলন না থাকায় সে সময়ের মানুষ জ্ঞান-বিজ্ঞানে পিছিয়ে ছিল। কিন্তু লিপি আবিষ্কারের পর থেকে মানুষ ব্যাপকভাবে জ্ঞান-বিজ্ঞানের চর্চা করতে শুরু করে। আর তখন থেকেই সভ্যতার পথে মানুষের নতুন যাত্রা শুরু হয়।

৬। বাংলা লিপি কাকে বলে?

বঙ্গ লিপিকেই বাংলা লিপি বলে।

৭। বাংলা লিপি প্রথম কখন আবিষ্কৃত হয়?

বাংলা লিপি প্রথম কখন এবং কে আবিষ্কার করেন তার ঠিক ইতিহাস কারও জানা নেই। কারণ, সেই প্রাচীনকাল থেকেই মানুষ ছবি এঁকে বা চিহ্ন দিয়ে কথাকে স্থায়ী করে রাখত। আজকের বাংলা লিপি হলো সেসব চিহ্নের পরিবর্তিত রূপ।

৮। আধুনিক কালে লিপির আবিষ্কারকের নাম লিখ।

আধুনিককালে লিপির আবিষ্কারক হিসেবে যে দুইজনের নাম জানা যায় তাঁরা হলেন- কোরিয়ার রাজা সে জং ও ধর্মযাজক সন্ত সিরিল

৯। হারিয়ে যাওয়া কয়েকটি লিপির নমুনা সম্পর্কে লিখ।

কালক্রমে অনেক লিপি হারিয়ে গেলেও সেসবের কিছু নমুনা পাওয়া গেছে। মহেঞ্জোদারোর লিপি, মিশরীয় লিপি সেরকম দুটি হারিয়ে যাওয়া লিপি।