লিপির গল্প

activities এসো নিজে করি

ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরী করি।

অভ্যাস বন্ধন সাক্ষর রূপান্তর বঙ্গলিপি পণ্ডিতদের বিলুপ্ত রেখার

ক)

লোকের সংখ্যা দিন দিন বাড়ছে।

খ) চা খাওয়ার সময় বাবার পত্রিকা পড়ার

গ) বাক্যটি সাধু থেকে চলিত ভাষায়

করা।

ঘ) বাংলা লিপির পুরানো নাম

ঙ) মানুষের সাথে মানুষের

দৃঢ় হোক।

চ) বঙ্গলিপি থেকেই বাংলা লিপি এসেছে বলে

ধারণা।

ছ) অনেক লিপি কালে কালে

হয়ে গেছে।

জ) শূন্যে মিলিয়ে যাওয়া কথাকে

বন্দি করার ফন্দি হলো লিপি।

সঠিক উত্তরটি বলি ও টিক চিহ্ন দেই।

ক। বাংলা লিপি কোন লিপির পরবর্তী রূপ?

ব্রাহ্মী

বঙ্গলিপি

অশোক

কুটিল

খ। কোন লিপিকে আদি লিপি বলে?

অশোক

বাংলা

বঙ্গকামরূপী

ব্রাহ্মী

গ। প্রাচীন ব্রাহ্মী লিপির শেষ লিপি কোনটি?

অশোক লিপি

কুটিল লিপি

বাংলা লিপি

বঙ্গলিপি

ঘ। প্রাচীন জিনিস নিয়ে যারা গবেষণা করেন, তাঁদের কী বলা হয়?

ভাষাবিজ্ঞানী

ঐতিহাসিক

প্রত্নতাত্ত্বিক

গবেষক

ঙ। সন্ত সিরিল কোথাকার অধিবাসী?

এশিয়া

আফ্রিকা

আমেরিকা

ইউরোপ

চ। লিপির অপর নাম কী?

চিহ্ন

হরফ

ছবি

হরকত

শূন্যস্থান পূরণ করি।

ক) তুমি খুব

প্রশ্ন করেছ।

খ) আবার নতুন করে নতুন

বানাতে হতো।

গ) লিপিকে কেউ বলেন

ঘ) বঙ্গলিপি থেকেই

এসেছে।

লিখন পদ্ধতি

গল্প

বাংলা লিপি

সুন্দর

কর্ম-অনুশীলন

নাটিকাটি শিক্ষকের সহয়তায় অভিনয় করি।