লিপির গল্প

story telling বাক্য রচনা

নিচের উদাহরণ দেখি। উদাহরণের মতো করে শব্দ তৈরী করি ও বাক্য পড়ি।

লিপি

বাক্য দেখি

পৃথিবীতে কত লিপি ছিল তাঁর কোনো হিসেব নেই।

বিলুপ্ত

বাক্য দেখি

তথ্য বিলুপ্ত হওয়ার ভয়ে লিপি আবিষ্কৃত হয়।

গ্রন্থ

বাক্য দেখি

জ্ঞান আহরণের জন্য অতিরিক্ত বই পড়া আবশ্যক।

লিপির প্রয়োজনীয়তা সম্পর্কে ৩টি বাক্য লিখি। নিচের উদাহরণটি দেখি।

১। মনের ভাব প্রকাশের মাধ্যম।
২। তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করার জন্য।
৩। তথ্য প্রক্রিয়াকরণ করার মাধ্যম।