লিপির গল্প

activities বিপরীত শব্দ

বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি।

প্রদান
অল্প
মুক্তি
পরকাল
মূর্খ
অর্বাচীন
ছ) আদান
বাক্য দেখি

জামান সাহেব ভিক্ষুকটিকে কিছু অর্থ প্রদান করলেন।

জ) অধিক
বাক্য দেখি

ঘাসের উপর অল্প অল্প শিশির জমেছে।

ঝ) বন্ধন
বাক্য দেখি

পাখিটিকে খাঁচা থেকে মুক্তি দেয়া হল।

ঞ) ইহকাল
বাক্য দেখি

পরকালে বিশ্বাস করা ঈমানের একটি অংশ।

ট) পণ্ডিত
বাক্য দেখি

মূর্খটা সমাজের সকল ক্ষেত্রে বোঝা স্বরূপ।

ঠ) প্রাচীন
বাক্য দেখি

এই অর্বাচীন ছেলেমেয়েরাই আমাদের ভবিষ্যৎ ।