বাংলাদেশের প্রকৃতি

activities এসো নিজে করি

ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরী করি।

ফাঁপরে অন্যত্র আন্দাজ জয়ঢাক দিগ্‌বিজয় রাজসিংহাসনে সেনাপতি রাজ্য খাপ্পা সিংহাসন দূত

ক) সমস্ত ছোট রাজ্য জয় করে রাজা

বসলেন।

খ) রাজার খামখেয়ালিতে মন্ত্রী

পড়লেন।

গ) রাজা

করে এসেছেন।

ঘ) শিকারের খোঁজে রাজা

যাচ্ছেন।

ঙ) রাজ্য জয়ের আনন্দে চারিদিকে

বাজছে।

চ) রাজা

করলেন ছোট রাজা পালিয়ে যেতে পারেন।

ছ) রাজা তার সেনাপতির উপর ভিষণ

জ) রাজা তার

ছাড়া চলতে পারেন না।

ঝ) দুষ্টরা সব

ছেড়ে পালালো।

ঞ) রাজা তার

বসলেন।

ট) রাজদরবারে হঠাৎ

প্রবেশ করল।

কর্ম-অনুশীলন

ক। শক্তির চেয়ে বুদ্ধির জোর বেশি- বিষয়টি নিয়ে শিক্ষকের সহায়তায় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি।

খ। বড় রাজা এবং ছোট রাজার ভূমিকায় অভিনয় করে দেখাই।

বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের ঠিক শব্দাংশ মিলিয়ে বাক্য পড়ি ও লিখি।

বড় রাজা আর ছোট রাজা
সেখানে হাতি চলে না, ঘোড়া চলে না।
ক্রমে ক্রমে মস্ত বড় এই পৃথিবী
ঢোল হয়ে উঠল।
ছোট শহর এতটাই ছোট যে
বড় জিনিসকেই লক্ষ করে।
বড় রাজার আঙুল ফুলে
বড় রাজা জয় করে ফেললেন।
বড় বড় অস্ত্র
দিগ্‌বিজয় করতে চললেন।
ঘরটা এতোই ছোট যে
চাঁদ উঠেছে
পূব আকাশে
আত্মহারা হলেন
রাজা খুশিতে
কোন জিনিসই ঢুকে না
এত বড় পৃথিবী জয় করলেন
বড় রাজা