বড় রাজা ছোট রাজা

প্রশ্ন উত্তর

মুখে মুখে উত্তর বলি

১। বড় রাজা কীভাবে রাজ্য জয় করতে বের হলেন?

লোভী বড় রাজা সব রাজ্য জয় করতে চাইলেন। তাই তিনি মস্ত হাতি- ঘোড়া ও বিশাল বাহিনী নিয়ে ঢাক-পিটিয়ে রাজ্য জয়ে বের হলেন।

২। বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন কেন?

যুদ্ধ চলাকালীন সময় বড় রাজা ছোট রাজার সঙ্গে সন্ধি করার প্রস্তাব করেন। ছোট রাজা জানালেন ছোট আর বড়তে সন্ধি হয় না। এই কথা শুনে বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন।

৩। বড় রাজা কেন ছোট রাজ্যকে জয় করতে পারলেন না?

ছোট রাজার রাজত্ব এতই ছোট যে তা চোখের আড়ালে থাকে। যা বড় রাজার প্রবেশের জন্য খুব কঠিন। তাই বড় রাজা ছোট রাজ্য জয় করতে পারলেন না।

৪। বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন?

ছোট রাজার রাজত্ব এতই ছোট যে বড় রাজার বিশাল বাহিনী প্রবেশ করতে পারল না। এতে বড় রাজা রাজ্য জয় করতে না পারায় সে ছোট রাজার সাথে সন্ধি করতে চাইলেন।

৫। বড় রাজা আর ছোট রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ? কেন?

বড় রাজা আর ছোট রাজার মধ্যে আমার ছোট রাজাকে বেশি পছন্দ। কারণ, ছোট রাজা সাধারণ জীবনযাপন করতেন এবং তিনি ছোট রাজ্য নিয়েই সন্তুষ্ট ছিলেন। তিনি ছিলেন নির্লোভী এবং শান্তিপ্রিয় মানুষ।

৬। বড় রাজা কার উপর খেপে গেলেন?

যুদ্ধের মাঝে বড় রাজা ছোট রাজার সাথে সন্ধি করতে চাইলেন। ছোট রাজা সন্ধি করতে রাজি হননি। তাই বড় রাজা ছোট রাজার উপর ক্ষেপে গেলেন।

৭। কোন রাজাকে তোমার বেশি পছন্দ? কেন?

বড় রাজা ছিলেন রাজ্য লোভী। বড় রাজা একে একে পৃথিবী জয় করে ফেলেছিলেন। কিন্তু তারপরও তার ছোট রাজার রাজ্য জয়ের লোভ হয়েছিল। এতে তাকে একজন লোভী রাজা বলা যায়। কিন্তু ছোট রাজা ছিলেন সাধারণ মানুষের মত। তিনি সাধারণ মানুষের সাজেই চলতেন। তিনি তাঁর ছোট রাজ্য নিয়েই সন্তুষ্ট ছিলেন। তিনি বিনা কারণে যুদ্ধ পছন্দ করতেন না। তাঁর কোন লোভ ছিল না। এসব কারণেই আমার ছোট রাজাকে বেশি পছন্দ হয়েছে।

৮। দুই রাজা কি করতে চললেন?

দুই রাজাই ছোট রাজ্য জয় করতে চললেন।

৯। ছোট রাজা কেন পরাজিত হলেন না?

ছোট রাজার রাজত্ব এতোটাই ছোট যে সেটি চোখে দেখা যেত না। এজন্য ছোট রাজার রাজত্বে বড় রাজা তাঁর বিশাল সৈন্য বাহিনী নিয়ে যুদ্ধ করতে প্রবেশ করতেই পারলেন না। তাই ছোট রাজা পরাজিত হলেন না।

১০। বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন?

বড় রাজা মন্ত্রী, সেনাপতি ও মস্ত হাতি-ঘোড়াসহ বিশাল বাহিনী নিয়েও ছোট রাজ্য জয় করতে পারেননি। তাই বড় রাজা ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন।