বড় রাজা ছোট রাজা

test/exam শব্দার্থ

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

দিগ্‌বিজয় - চারদিকের নানান জায়গা জয় করা।
সেনাপতি - সেনাদলের প্রধান, প্রধান সৈনিক।
রাজত্ব - রাজার শাসন যেখানে চালু আছে।
জয়ঢাক - জয়ী হওয়ার পর যে ঢাক (এক ধরনের বাদ্য) বাজানো হয়।
চর - গোপন খবর সংগ্রহ করে দেন যিনি; যুদ্ধের কৌশল হিসেবে এই চর নিয়োগ করা হয়।
দূত - বার্তাবাহক; সংবাদবহনকারী; চর; নিজ রাষ্ট্রের প্রতিনিধি রূপে যিনি অন্য রাষ্ট্রে গিয়ে দুই রাষ্ট্রের মধ্যে যোগাযোগ রক্ষা করেন।
অগোচর - চোখের আড়ালে থাকা।
খাপ্পা - রাগান্বিত হওয়া।
মন্ত্রণা - পরামর্শ।
অণুবীক্ষণ - মাইক্রোস্কোপ, এমন একটি যন্ত্র যার মাধ্যমে ছোট জিনিসেকে বড় দেখা যায়।
ফৌজ - সৈনিক।
অস্ত্র - হাতিয়ার।
সন্ধি - মিলন, কৌশল।
রথ - বিশেষ ধরনের গাড়ি।
রথী - রথ চড়ে যুদ্ধ করেন যিনি।
ঝুপঝাপ - পতনের শব্দ।
রাজ্য - রাষ্ট্র, যে দেশে পৃথক শাসন-ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে।
মুঠো - মুষ্ঠি।