মুক্তির ছড়া

story telling বাক্য রচনা

কথাগুলো জেনে নিই এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি।

সোনার বাংলাদেশ

প্রিয় মাতৃভূমি। বাংলাদেশকে আমরা ভালোবাসি। এ দেশকে নিয়ে আমরা গৌরব করি। এ দেশ প্রচুর সম্পদে ভরা। তাই এই বাংলাকে বলে সোনার বাংলা।

বাক্য দেখি

আমরা সোনার বাংলাদেশকে আরও সমৃদ্ধ করব।

সবুজ সোনালি ফিরোজা রুপালি

বাংলার প্রকৃতি বিচিত্র ও সুন্দর। প্রকৃতির বাবা রঙে যেন সাজানো এ দেশ। সবুজ শস্যে ভরা আমাদের এ মাঠ। পাটের সোনালি আঁশ আমাদের সম্পদ।

বাক্য দেখি

কখনও আমাদের প্রকৃতি ধারণ করে ফিরোজা রঙের আভা। আমাদের নদীতে আছে রুপালি ইলিশ।

যতবার যায় মরা

বাংলাদেশের স্বাধীনতার আগে এ দেশের মানুষকে মরণ-যন্ত্রণা সহ্য করতে হয়েছে। বাড় বাড় সহ্য করতে হয়েছে দুঃখ, কষ্ট, অত্যাচার আর নিপীড়ন। তাই মৃত্যু যেন বাড় বাড় এসেছে।

বাক্য দেখি

স্বাধীনতার আগে এ দেশের মানুষকে বার বার সহ্য করতে হয়েছে দুঃখ, কষ্ট,অত্যাচার আর নিপীড়ন। তাই কবি বলেছেন, যতবার যায় মরা।

নবীন যাত্রী

যারা নতুন যুগের শিশু।

বাক্য দেখি

আমরা নবীন যাত্রী, আমাদের সামনে অনেক স্বপ্ন।

সবিশেষ মুজিবের

এ দেশ আমাদের সকলের। এ দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বাক্য দেখি

তাই এ দেশ সবিশেষ অর্থাৎ বিশেষভাবে বঙ্গবন্ধু মুজিবের।

মুক্তিপাগল

এদেশের মুক্তির জন্য যাঁরা সংগ্রাম করেছেন।

বাক্য দেখি

স্বাধীনতার জন্য তাঁরা অধীর ছিলেন, তাই তাঁরা ছিলেন মুক্তিপাগল।

সহস্র শহিদের

মুক্তিযুদ্ধে যাঁরা শহিদ হয়েছেন, সেইসব হাজার শহিদ। শত-সহস্র শহিদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি।

বাক্য দেখি

শত-সহস্র শহিদের রক্তের বিনিময়ে আমারা পেয়েছি স্বাধীনতা।

আমাদের প্রিয় বাংলাদেশ সম্পর্কে পাঁচটি বাক্য লিখি। নিচের উদাহরণটি দেখি।

বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। আমাদের এদেশ প্রচুর সম্পদে ভরপুর। বাংলাদেশের প্রকৃতি অনেক সুন্দর ও বিচিত্র। এদেশ নদীমাতৃক দেশ। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়।