মুক্তির ছড়া
প্রশ্ন উত্তর
মুখে মুখে উত্তর বলি
১। আমাদের দেশকে সোনার বাংলাদেশ বলা হয় কেন?
বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। ছয় ঋতুর বিচিত্র রূপে আমরা মুগ্ধ। এক সময় আমাদের দেশ প্রচুর সম্পদে ভরপুর ছিল। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, আর ছিল নদীতে প্রচুর ইলিশ। এসব কারণে আমাদের দেশকে সোনার বাংলাদেশ বলা হয়।
২। এ দেশের নানা রূপ কীভাবে দেখতে পাই?
অপরূপ সৌন্দর্যের দেশ আমাদের এই বাংলাদেশ। আমাদের এদেশ প্রকৃতির নানা রঙ্গে সাজানো। প্রকৃতির এই সাজানো রূপ পাই সবুজ শস্যে ভরা আমাদের মাঠে, পাটের সোনালি আঁশে। কখনো কখনো আমাদের প্রকৃতি ধারণ করে ফিরোজা রঙের আভা।
৩। 'আমি তো মরেছি যতবার মরা যায়।' - বলতে কবি কী বুঝিয়েছেন?
বাংলাদেশ ১৯৭১ সালের আগে পরাধীন ছিল। ১৯৭১ সালের আগে আমাদের বাংলাদেশের প্রতি বিদেশি শাসকগোষ্ঠীর লোভ ছিল। তাঁরা আমাদের নানাভাবে শোষণ করতেন। তাই এদেশের মানুষকে সহ্য করতে হয়েছে দুঃখ, কষ্ট, অত্যাচার আর নিপীড়ন। তাই কবির কাছে মনে হয়েছে আমরা বার বার মৃত্যুবরণ করেছি।
৪। নবীন যাত্রী কারা?
কবি শিশুদের নবীন যাত্রী বলেছেন। পৃথিবীতে শিশুদের আগমন ঘটে নতুন সম্ভাবনা নিয়ে। তাদের চোখের সামনে অনেক স্বপ্ন। শিশুরাই সমাজকে একদিন পরিবর্তন করতে পারবে। তাই কবি এই শিশুদের নবীন যাত্রী বলেছেন।
৫। এ দেশ মুক্তিপাগলদের। - সেই মুক্তিপাগল কারা?
৫। এ দেশ মুক্তিপাগলদের। - সেই মুক্তিপাগল কারা?
পাকিস্তানিদের অত্যাচারের বিরুদ্ধে একপর্যায়ে এদেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল। মাতৃভূমিকে মুক্তির জন্য যারা সংগ্রাম করেছেন, কবি সেইসব মুক্তিযোদ্ধাদের মুক্তিপাগল বলেছেন।








