মুক্তির ছড়া

test/exam শব্দার্থ

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

মুক্তিপাগল - এ দেশের মুক্তির জন্য যারা সংগ্রাম করেছেন।
সহস্র - হাজার।
যাত্রী - যে যাত্রা শুরু করেছে।
সবিশেষ - বিশেষভাবে।

শব্দগুলোর অর্থের সাথে শব্দগুলো মিলাই।

নবীন যাত্রী
স্বাধীনতার জন্য যারা পাগল
সবিশেষ
নতুন যুগের শিশু
মুক্তিপাগল
বিশেষভাবে