আমার বাংলা বই

activities এসো নিজে করি

ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।

রূপকথার ধরার ফোটে দোলায় কিরণ তারারা স্নেহ-কণা

ক) ছোট ছোট ফুল হাওয়াতে

মাথা।

খ) সকালে সূর্যের

ততটা তীব্র হয় না।

গ)

বুকের স্নেহ-কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে।

ঘ) আঁধার আকাশে

মিটিমিটি করে চায়।

ঙ) ফুল গাছে ফুল

চ)

বই পড়তে অনেক ভালো লাগে।

ছ) মা

দিয়ে আমাদের ভরে রাখেন।

ডান পাশের সাথে বাম পাশের মিল করি

নরম

অশান্ত

সাদা

অবহেলা

শান্ত

সদয়

স্নেহ

শক্ত

নিষ্ঠুর

কালো

কর্ম-অনুশীলন।

ক. আমার প্রিয় ফুল সম্পর্কে একটি রচনা লিখি।

ফুলের নাম :
ফুলের বিভিন্ন অংশের বর্ণনা :
কোথায় হয় :
ব্যবহার :
কেন প্রিয় ফুল : ..............................................................................................
................................................................................................
................................................................................................
................................................................................................

খ. পাঠ্যবইয়ের বাইরের কোনো কবিতা বা ছড়া পড়ে তা শ্রেণিতে আবৃত্তি করি।