আমার বাংলা বই

ব্যাকরণ

এক কথায় প্রকাশ

অসম্ভব কাল্পনিক কাহিনী

উত্তর দেখি

রূপকথা

প্রস্ফুটিত হওয়া

উত্তর দেখি

ফোটা

ঘাসের ফুল

উত্তর দেখি

ঘাসফুল

দেশের প্রতি প্রেম

উত্তর দেখি

দেশপ্রেম

যার তুলনা নেই

উত্তর দেখি

অতুলনীয়

নিচের বাক্য গুলোকে চলিত রূপ নির্ণয় করি

তাঁরা খেলিতেছে

উত্তর দেখি

তারা খেলছে।

হিমিকা বাড়ির কাজ করিতেছে

উত্তর দেখি

হিমিকা বাড়ির কাজ করছে।

সৎ মানুষ হইয়

উত্তর দেখি

সৎ মানুষ হও।

গাছে গোলাপ ফুল ফুটিয়াছে

উত্তর দেখি

গাছে গোলাপ ফুল ফুটেছে।

ঘাসফুল দলিও না

উত্তর দেখি

ঘাসফুল দলো না।