আমার বাংলা বই

activities এসো নিজে করি

ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।

ঐতিহাসিক উপত্যকা অভিভূত নিদর্শন প্রাচীনতম নির্মাণ কীর্তি যুগ যুগ

ক) পাহাড়পুর আমাদের দেশে অতি

একটি বিহার।

খ) ক্রমে ক্রমে অনেক আশ্চর্য

পাওয়া যাচ্ছে উয়ারী-বটেশ্বরে।

গ) উয়ারী-বটেশ্বর বাংলাদেশের

নিদর্শন।

ঘ) পাহাড় ও পর্বতের মাঝে সমতল ভূমিকে বলে

ঙ) আমি জাদুঘর দেখে

হয়ে গেলাম।

চ) সম্রাট শাহজাহান তাজমহল

করেন।

ছ)

ধরে সৃষ্টি হয়েছে আমাদের সংস্কৃতি।

জ) মাটির নিচে রয়েছে রয়েছে অনেক প্রাচীন

ঠিক উত্তরটিতে টিক (✓) চিহ্ন দিই।

ক। উয়ারী-বটেশ্বরের প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করে জাদুঘরে কে জমা দেন?

হাসিবুল্লাহ পাঠান

হাফিজুল্লাহ পাঠান

হাবিবুল্লাহ পাঠান

শরিফুল্লাহ পাঠান

খ। একটি বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে।

ভাষানটেকে

জানখাঁরটেকে

টেকেরহাটে

টঙ্গীরটেকে

গ। কোন নদীপাড়ের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল সুসভ্য মানুষজনের বসবাস?

বুড়িগঙ্গা

ব্রহ্মপুত্র

শীতলক্ষ্যা

মেঘনা

ঘ। ব্রহ্মপুত্র নদ বয়ে গেছে কোন অঞ্চলের পাশ দিয়ে?

মধুপুর

ময়নামতি

পাহাড়পুর

নরসিংদী

ঙ। এই সভ্যতা প্রাচীনকালে কী নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল?

রূপাগড়া

মনগড়া

সোনাগড়া

সোনাঝুরি

কর্ম-অনুশীলন।

বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে রচনা লিখি।