আমার বাংলা বই

ব্যাকরণ

বিশেষভাবে লক্ষ্য করি।

ছাপাঙ্কিত-ছাপ হলো দাগ বা চিহ্ন দেওয়া। কোনো কিছুর ওপর ছাপ দিয়ে অঙ্কন করা। বাংলাদেশের মুদ্রার ওপর শাপলা ফুল ছাপাঙ্কিত আছে। এখানে দুটি শব্দ, ছাপ + অঙ্কিত মিলে হয়েছে ছাপাঙ্কিত। এই রকম দুই শব্দের মিলন হলে তাকে বলে সন্ধি। যেমন, নীল + আকাশ নীলাকাশ।

এক কথায় প্রকাশ

যেখানে জনগণ বসবাস করে

উত্তর দেখি

জনপদ

নদী ও সাগরের ঢেউ

উত্তর দেখি

ঊর্মি

রূপা দিয়ে নির্মিত মুদ্রা

উত্তর দেখি

রৌপ্যমূদ্রা

রাজ্য শাসনের কেন্দ্র

উত্তর দেখি

রাজধানী

সবচেয়ে প্রাচীন

উত্তর দেখি

প্রাচীনতম

সন্ধি

অতি

+

অন্ত

উত্তর দেখি

অত্যন্ত

পরি

+

অন্ত

উত্তর দেখি

পর্যন্ত

গো

+

এষণা

উত্তর দেখি

গবেষণা

জন

+

এক

উত্তর দেখি

জনৈক

দিক

+

অন্ত

উত্তর দেখি

দিগন্ত