- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - এই দেশ এই মানুষ
- পাঠ ২ - সংকল্প
- পাঠ ৩ - সুন্দরবনের প্রাণি
- পাঠ ৪ - হাতি আর শিয়ালের গল্প
- পাঠ ৫ - ফুটবল খেলোয়াড়
- পাঠ ৬ - বীরের রক্তে স্বাধীন এ দেশ
- পাঠ ৭ - ফেব্রুয়ারির গান
- পাঠ ৮ - শখের মৃৎশিল্প
- পাঠ ৯ - শব্দদূষণ
- পাঠ ১০ - স্মরণীয় যাঁরা চিরদিন
- পাঠ ১১ - স্বদেশ
- পাঠ ১২ - কাঞ্চনমালা আর কাঁকনমালা
- পাঠ ১৩ - অবাক জলপান
- পাঠ ১৪ - ঘাসফুল
- পাঠ ১৫ - মাটির নিচে যে শহর
- পাঠ ১৬ - শিক্ষাগুরুর মর্যাদা
- পাঠ ১৭ - ভাবুক ছেলেটি
- পাঠ ১৮ - দুই তীরে
- পাঠ ১৯ - বিদায় হজ
- পাঠ ২০ - দেখে এলাম নায়াগ্রা
- পাঠ ২১ - রৌদ্র লেখে জল
- পাঠ ২২ - মওলানা আবদুল হামিদ খান ভাসানী
- পাঠ ২৩ - শহীদ তিতুমীর
- পাঠ ২৪ - অপেক্ষা
- Home
- Elements
আমার বাংলা বই
এসো নিজে করি
- ঘরের ভিতরের শব্দ খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি
- ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই
- ডান দিক থেকে শব্দ নিয়ে খালি জায়গায় লিখি
- কর্ম-অনুশীলন
ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
ক) হোঁচট খেলে
ঠেকানো দায়।
খ) নদীর জল
হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়।
গ) পাহাড়ের গায়ে গর্ত থাকলে তাকে আমরা
বলি।
ঘ) আমরা
হাঁটতে পারি।
ঙ)
একটি বড় দেশ।
চ) ঢাকা শহর গড়ে উঠেছে
কিন্তু চট্টগ্রাম শহর সে রকম নয়।
ছ) প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে জায়গাটি
।
জ) জলপ্রপাতের সৌন্দর্য আমাদের মনে অসাধারণ
সৃষ্টি করে।
ঠিক উত্তরটিতে টিক (✓) চিহ্ন দিই।
ক। নায়াগ্রা কোথায় অবস্থিত?
জাপান
ভারত
কানাডা
রাশিয়া
খ। নায়াগ্রা জলপ্রপাত পড়ছে-
পাহাড় থেকে
সমতল ভূমি থেকে
কোন উঁচু স্থান থেকে
পাহাড়ি ঢল থেকে
গ। জলপ্রপাত দেখতে বাসে না যাবার কারণ কী?
বাসের ভাড়া বেশি
সেখানে বাস যায় না
বাসে ইচ্ছেমতো থামা যায় না
বাসে সময় বেশি লাগে
কর্ম-অনুশীলন।
আমি কোথায় কোথায় বেড়াতে বা ঘুরতে গিয়েছি-তা মনে করার চেষ্টা করি। এর মধ্য থেকে যেকোনো একটি জায়গার বর্ণনা দিয়ে বন্ধুর কাছে চিঠি লিখি (কোথায় গিয়েছিলাম, কবে গিয়েছিলাম, কীভাবে গিয়েছিলাম, কী কী দেখেছিলাম, কী করেছিলাম, কী খেয়েছিলাম, কেমন করে ফিরে এসেছিলাম)।
ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি।
ক। তখন আমিও পড়েছি
জলপ্রপাতের কথা।
খ। জলপ্রপাত দেখার
একবার হয়েছিল।
গ। একদিন
সঙ্গে গল্পের মজলিসে কথা উঠলো।
ঘ। যে মাটির ওপর দিয়ে এই
নদীটি প্রবাহিত হচ্ছে।
ঙ। সেখানে হঠাৎ করেই এক বিশাল
।
সৌভাগ্য
ফাটল
খরস্রোতা
নায়াগ্রা
বন্ধুবান্ধবদের








