আমার বাংলা বই

test/exam শব্দার্থ

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

কানাডা - উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ।
দ্রুতগতিতে - খুব তাড়াতাড়ি করে, জোরে যাওয়া।
পতন - পরে যাওয়া।
সমতলভূমি - যে জমি উঁচুনিচু নয়, পাহাড়ি নয়, তাকেই সমতল ভূমি বলে।
প্রবাহিত হওয়া - বয়ে চলা, গড়িয়ে গড়িয়ে চলা।
গহ্বর - গর্ত।
বিচিত্র - নানা রকম।
চওড়া - প্রশস্থ।
পরিধি - আয়তন, আকার।