- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - এই দেশ এই মানুষ
- পাঠ ২ - সংকল্প
- পাঠ ৩ - সুন্দরবনের প্রাণি
- পাঠ ৪ - হাতি আর শিয়ালের গল্প
- পাঠ ৫ - ফুটবল খেলোয়াড়
- পাঠ ৬ - বীরের রক্তে স্বাধীন এ দেশ
- পাঠ ৭ - ফেব্রুয়ারির গান
- পাঠ ৮ - শখের মৃৎশিল্প
- পাঠ ৯ - শব্দদূষণ
- পাঠ ১০ - স্মরণীয় যাঁরা চিরদিন
- পাঠ ১১ - স্বদেশ
- পাঠ ১২ - কাঞ্চনমালা আর কাঁকনমালা
- পাঠ ১৩ - অবাক জলপান
- পাঠ ১৪ - ঘাসফুল
- পাঠ ১৫ - মাটির নিচে যে শহর
- পাঠ ১৬ - শিক্ষাগুরুর মর্যাদা
- পাঠ ১৭ - ভাবুক ছেলেটি
- পাঠ ১৮ - দুই তীরে
- পাঠ ১৯ - বিদায় হজ
- পাঠ ২০ - দেখে এলাম নায়াগ্রা
- পাঠ ২১ - রৌদ্র লেখে জল
- পাঠ ২২ - মওলানা আবদুল হামিদ খান ভাসানী
- পাঠ ২৩ - শহীদ তিতুমীর
- পাঠ ২৪ - অপেক্ষা
- Home
- Elements
আমার বাংলা বই
প্রশ্ন উত্তর
নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি।
১। নায়াগ্রা কোথায় অবস্থিত?
নায়াগ্রা উত্তর আমেরিকা মহাদেশের কানাডায় অবস্থিত।
২। নায়াগ্রা জলপ্রপাত এবং ঝর্ণার মধ্যে পার্থক্য বুঝিয়ে লেখ?
নায়াগ্রা জলপ্রপাত এবং ঝর্ণা উভয়ই প্রাকৃতিক জলধারা হলেও ঝর্ণার তুলনায় নায়াগ্রা জলপ্রপাত আকারে অনেক বিশাল। এজন্য ঝর্ণা অপেক্ষা নায়াগ্রা জলপ্রপাতের পানি বেশি জায়গা জুড়ে সমতলভূমিতে গড়িয়ে পড়ে।
৩। নায়াগ্রা জলপ্রপাতের বিশেষত্ব কী?
নায়াগ্রা পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত। সকল জলপ্রপাত পাহাড় থেকে নায়গ্রা পাহাড় থেকে নামেনি। নদীর জলধারা যে মাটির ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেখানে রয়েছে এক বিশাল ফাটল। নায়াগ্রার জল ঐ ফাটলের ভেতর চলে যায় কিন্তু কোথায় যায় তা বোঝা যায় না। নায়াগ্রার বিশেষত্ব এখানেই।
৪। নায়াগ্রার জল কোথায় যায়?
নায়াগ্রার জলধারা যে মাটির উপর দিয়ে প্রবাহিত হয় সেখানে রয়েছে নদীর সমান চওড়া এক বিশাল ফাটল। নায়াগ্রার জল এ ফাটলের ভেতর চলে যায়।
৫। ‘বিশ্ব-ভূমণ্ডল বড়ই বিচিত্র’- ব্যাখ্যা কর।
আলোচ্য অংশটুকু ‘দেখে এলাম নায়াগ্রা’ রচনা থেকে নেওয়া হয়েছে।
নায়াগ্রা জলপ্রপাতের বিশেষত্ব বোঝাতে কথাটি বলা হয়েছে। বিশ্ব-ভূমণ্ডল প্রকৃতির এক অনন্য সৃষ্টি। প্রকৃতিতে সাগর, পাহাড়, জলপ্রপাত সবই আমাদের মুগ্ধ করে। নায়গ্রা বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত। সাধারণ নিয়মে পাহাড় থেকে সমতলভূমিতে গড়িয়ে পড়ে। কিন্তু নায়াগ্রা জলপ্রপাতের বেলায় তা পাহাড় থেকে গড়িয়ে পড়েনি। এ এক আশ্চর্য বিষয়। এজন্য আলোচ্য উক্তিটি করা হয়েছে।
নায়াগ্রা জলপ্রপাত ব্যতিক্রম। এটি পাহাড় থেকে নামেনি। এটি সত্যিই বিস্ময়কর ব্যপার।
নায়াগ্রা জলপ্রপাতের বিশেষত্ব বোঝাতে কথাটি বলা হয়েছে। বিশ্ব-ভূমণ্ডল প্রকৃতির এক অনন্য সৃষ্টি। প্রকৃতিতে সাগর, পাহাড়, জলপ্রপাত সবই আমাদের মুগ্ধ করে। নায়গ্রা বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত। সাধারণ নিয়মে পাহাড় থেকে সমতলভূমিতে গড়িয়ে পড়ে। কিন্তু নায়াগ্রা জলপ্রপাতের বেলায় তা পাহাড় থেকে গড়িয়ে পড়েনি। এ এক আশ্চর্য বিষয়। এজন্য আলোচ্য উক্তিটি করা হয়েছে।
নায়াগ্রা জলপ্রপাত ব্যতিক্রম। এটি পাহাড় থেকে নামেনি। এটি সত্যিই বিস্ময়কর ব্যপার।
৬। সাধারণ জলপ্রপাতের সঙ্গে নায়াগ্রা জলপ্রপাতের তুলনামূলক আলোচনা কর।
নায়াগ্রা জলপ্রপাত প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। সাধারণ জলপ্রপাতের সাথে নায়গ্রা জলপ্রপাতের মিল ও অমিল উভয়ই লক্ষ্য করা যায়।
সাধারণ জলপ্রপাতঃ সাধারণ জলপ্রপাতের জল পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে। তবে সাধারণ জলপ্রপাত নায়াগ্রার মতো আকারে বড় নয়।
নায়াগ্রা জলপ্রপাতঃ এ জলপ্রপাত সাধারণ জলপ্রপাতের মতোই প্রাকৃতিক জলধারা। তবে নায়াগ্রা জলপ্রপাতের পানি সাধারণত জলপ্রপাতের মতো পাহাড় থেকে নামেনি। এর জল পাহাড় থেকে নিচে না পড়ে সমতল থেক বিশাল ফাটলের গহ্বরে পড়ছে। এ যেন প্রাকৃতিক এক বিস্ময়কর সৃষ্টি।
সাধারণ জলপ্রপাতঃ সাধারণ জলপ্রপাতের জল পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে। তবে সাধারণ জলপ্রপাত নায়াগ্রার মতো আকারে বড় নয়।
নায়াগ্রা জলপ্রপাতঃ এ জলপ্রপাত সাধারণ জলপ্রপাতের মতোই প্রাকৃতিক জলধারা। তবে নায়াগ্রা জলপ্রপাতের পানি সাধারণত জলপ্রপাতের মতো পাহাড় থেকে নামেনি। এর জল পাহাড় থেকে নিচে না পড়ে সমতল থেক বিশাল ফাটলের গহ্বরে পড়ছে। এ যেন প্রাকৃতিক এক বিস্ময়কর সৃষ্টি।
৭। নায়াগ্রা জলপ্রপাত সবকিছু ভাসিয়ে নেয় না কেন?
সমতল মাটির ওপর দিয়ে যে খরস্রোতা নদীটি বয়ে চলেছে তার মধ্যে একটি বিশাল ফাটল রয়েছে। আর সেই ফাটলের মধ্যে দিয়ে নায়াগ্রার সমগ্র জল চলে যাচ্ছে বলে সবকিছু ভাসিয়ে নেয় না।
৮। নায়াগ্রা জলপ্রপাতের জল প্রবাহিত হয় কীভাবে?
নায়াগ্রা জলপ্রপাতের পানি সাধারণত জলপ্রপাতের মতো পাহাড় থেকে নিচে না পড়ে সমতল থেকে পড়ছে বিশাল ফাটলের গহ্বরে। আর গহ্বরের পানি কোথায় যাচ্ছে তা বোঝা না যাওয়ায় এটি একটি ভিন্ন রকমের জলপ্রপাত।
৯। নায়াগ্রা জলপ্রপাত কোথা থেকে প্রবাহিত হয়?
নায়াগ্রা জলপ্রপাত সমতল থেকে প্রবাহিত হয়।
বৈশিষ্ট্যঃ ১) এটি কোন পাহাড় থেকে পড়ছে না। ২) এটা বৃহৎ ফাটলের মধ্যে পড়েছে। ৩) এটা একটা ভিন্ন রকমের জলপ্রপাত।
বৈশিষ্ট্যঃ ১) এটি কোন পাহাড় থেকে পড়ছে না। ২) এটা বৃহৎ ফাটলের মধ্যে পড়েছে। ৩) এটা একটা ভিন্ন রকমের জলপ্রপাত।
অল্প কথায় উত্তর দেই।
১। জলের ধর্ম কী?
জলের ধর্ম হলো গড়িয়ে যাওয়া।
২। পৃথিবীর সবচেয়ে বৃহৎ জলপ্রপাতটির নাম কী?
পৃথিবীর সবচেয়ে বৃহৎ জলপ্রপাত বলা হয় নায়াগ্রা জলপ্রপাতকে।
৩। নায়াগ্রার পানি কোথায় যায়?
নায়াগ্রার জলধারা যে মাটির উপর দিয়ে প্রবাহিত হয় সেখানে রয়েছে নদীর সমান চওড়া এক বিশাল ফাটল। নায়াগ্রার পানি এ ফাটলের ভেতর চলে যায়।
৪। সাধারণত জল্প্রপাতে পানি কোথা থেকে নামে?
সাধারণত জলপ্রপাতে পানি পাহাড় থেকে নামে।
৫। ঝর্না ও জলপ্রপাতের জল নিচের দিকে পরে কিসে রূপান্তরিত হয়?
ঝর্না ও জলপ্রপাতের জল নিচের দিকে পরে নদীতে রূপান্তরিত হয়।








