আমার বাংলা বই

activities এসো নিজে করি

ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।

সুষ্ঠু বিচরণ অফুরন্ত বিভিন্ন বিলুপ্ত ভয়ঙ্কর রয়েল সম্ভার অপার অমূল্য

ক) বাংলাদেশ

সৌন্দর্যে ভরপুর।

খ) প্রকৃতির অপার

সমুদ্রের নিচে রয়েছে।

গ) বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে

বেঙ্গল টাইগার।

ঘ) বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার

ঙ) রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের

সম্পদ।

চ) শকুন বাংলাদেশে এখন

পাখি।

ছ) জ্যৈষ্ঠ মাসে

সুস্বাদু ফল পাওয়া যায়।

জ) বাংলাদেশের রয়েছে

প্রাকৃতিক সম্পদ।

ঝ) সুন্দরবনে হরিণের

মনোমুগ্ধকর।

ঞ) পরিবেশকে সুন্দর ও

ভাবে গড়ে তোলা আমাদের দায়িত্ব।

ঠিক উত্তরটিতে টিক (✓) চিহ্ন দিই।

ক। ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যে দেশের কথা

ভারত

বাংলাদেশ

অস্ট্রেলিয়া

আফ্রিকা

খ। আফ্রিকার কথা উঠলে কোন প্রাণীর কথা মনে হয়?

সিংহ

হাতি

বাঘ

উট

গ। বাংলাদেশের কোন জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়?

সিলেট ও খুলনার

ভাওয়াল ও মধুপুরের

রাঙামাটি ও বান্দরবানের

উপরের সবখানে

ঘ। কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে?

ঈগল

শকুন

চিল

কাক

ঙ। কোন প্রাণীর গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ ও বড় শিং আছে?

চিতা বাঘ

চিত্রা হরিণ

ভালুক

গণ্ডার

কর্ম-অনুশীলন।

আমি এমন প্রাণীদের একটি তালিকা তৈরি করি- যাদের নাম শুনেছি, কিন্তু চোখে দেখিনি। পরে শ্রেণির সবার সাথে তা মিলিয়ে দেখি।