আমার বাংলা বই

activities এসো নিজে করি

ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।

ফেরিঅলা নিশিরাত শব্দদূষণ কিচির মিচির সুরেলা কোলাহল ফিকে

ক)

চেঁচামেচি করো না, সবাই ঘুমুচ্ছে।

খ) ভোর বেলাতেই পাখির

শুনতে শুনতে আমার ঘুম ভাঙে।

গ)

হাঁক দিচ্ছে-থালাবাসন চাই?

ঘ)

আমাদের শোনার ক্ষমতা কমিয়ে দেয়।

ঙ) অযথা

ভালো নয়।

চ) পাখির

কণ্ঠে আমাদের মন ভরে যায়।

ছ) শেষ বিকেলের সূর্যের আলো বেশ

হয়ে আসে।