আমার বাংলা বই

পড়ি ও লিখি

শহুরে জীবনের সাথে গ্রামের জীবনের তুলনা করি ও লিখি।

বিষয়বস্তু

শহুরে জীবন

গ্রামের জীবন

পরিবেশ

শহরের পরিবেশ কর্মব্যস্ত।

ছায়া-সুনিবিড় গ্রামের পরিবেশ তুলনামূলক শান্ত।

শব্দ

শহরে যানবাহন ও হর্নের শব্দ, ফেরিঅলার ডাকে কানপাতা মুশকিল। শব্দদূষণে জীবন অতিষ্ট হয়ে পড়ে।

গ্রামে পাখির কিচির মিচির ও নদীর কলধনি মন ভরিয়ে দেয়। এখানে নেই কোনাে শব্দদূষণ।

রাস্তাঘাট

শহরের রাস্তার ধারে যেখানে সেখানে ডাস্টবিনে উপচে পড়া ময়লার দুর্গন্ধে প্রাণ অতিষ্ট হয়ে ওঠে। তবে শহরে পাকা রাস্তার সংখ্যা বেশি।

গ্রামের রাস্তাঘাটে শহরের মতাে ডাস্টবিনে ময়লা পচে থাকে । শহরের মতাে গ্রামের সব রাস্তা পাকা নয়।

জীবনযাত্রা

শহরের জীবনযাত্রা বেশ ব্যয়বহুল।

গ্রামের জীবনযাত্রা সহজ সরল ও শহরের মতাে ব্যয়বহুল নয়।

হাটবাজার

শহরে উন্নত ও আধুনিক মানের শপিংমলসহ সব শ্রেণির মানুষের উপযােগী হাটবাজার রয়েছে।

গ্রামে উন্নতমানের শপিংমলের সুবিধা নেই। তাছাড়া শহরের মতাে সুযােগ-সুবিধামতাে সব জায়গায় হাটবাজারও বসে না।

কথাগুলো বুঝে নিই।

পল্লির সেই সুরে ভরে যায় মন
শহুরে জীবন জ্বালা-শব্দদূষণ।

শহরে শান্তিতে বসবাস করা মুশকিল। কারণ হাজার
রকমের শব্দ কান ঝালাপালা করে দেয়। গ্রামে শব্দ
অনেক কম, তার ফলে মনের শান্তি বজায় থাকে।

কবিতাটি আবৃত্তি করি।

কবিতাটির মূলভাব লিখি।