- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - এই দেশ এই মানুষ
- পাঠ ২ - সংকল্প
- পাঠ ৩ - সুন্দরবনের প্রাণি
- পাঠ ৪ - হাতি আর শিয়ালের গল্প
- পাঠ ৫ - ফুটবল খেলোয়াড়
- পাঠ ৬ - বীরের রক্তে স্বাধীন এ দেশ
- পাঠ ৭ - ফেব্রুয়ারির গান
- পাঠ ৮ - শখের মৃৎশিল্প
- পাঠ ৯ - শব্দদূষণ
- পাঠ ১০ - স্মরণীয় যাঁরা চিরদিন
- পাঠ ১১ - স্বদেশ
- পাঠ ১২ - কাঞ্চনমালা আর কাঁকনমালা
- পাঠ ১৩ - অবাক জলপান
- পাঠ ১৪ - ঘাসফুল
- পাঠ ১৫ - মাটির নিচে যে শহর
- পাঠ ১৬ - শিক্ষাগুরুর মর্যাদা
- পাঠ ১৭ - ভাবুক ছেলেটি
- পাঠ ১৮ - দুই তীরে
- পাঠ ১৯ - বিদায় হজ
- পাঠ ২০ - দেখে এলাম নায়াগ্রা
- পাঠ ২১ - রৌদ্র লেখে জল
- পাঠ ২২ - মওলানা আবদুল হামিদ খান ভাসানী
- পাঠ ২৩ - শহীদ তিতুমীর
- পাঠ ২৪ - অপেক্ষা
- Home
- Elements
আমার বাংলা বই
পড়ি ও লিখি
শহুরে জীবনের সাথে গ্রামের জীবনের তুলনা করি ও লিখি।
বিষয়বস্তু |
শহুরে জীবন |
গ্রামের জীবন |
পরিবেশ |
শহরের পরিবেশ কর্মব্যস্ত। |
ছায়া-সুনিবিড় গ্রামের পরিবেশ তুলনামূলক শান্ত। |
শব্দ |
শহরে যানবাহন ও হর্নের শব্দ, ফেরিঅলার ডাকে কানপাতা মুশকিল। শব্দদূষণে জীবন অতিষ্ট হয়ে পড়ে। |
গ্রামে পাখির কিচির মিচির ও নদীর কলধনি মন ভরিয়ে দেয়। এখানে নেই কোনাে শব্দদূষণ। |
রাস্তাঘাট |
শহরের রাস্তার ধারে যেখানে সেখানে ডাস্টবিনে উপচে পড়া ময়লার দুর্গন্ধে প্রাণ অতিষ্ট হয়ে ওঠে। তবে শহরে পাকা রাস্তার সংখ্যা বেশি। |
গ্রামের রাস্তাঘাটে শহরের মতাে ডাস্টবিনে ময়লা পচে থাকে । শহরের মতাে গ্রামের সব রাস্তা পাকা নয়। |
জীবনযাত্রা |
শহরের জীবনযাত্রা বেশ ব্যয়বহুল। |
গ্রামের জীবনযাত্রা সহজ সরল ও শহরের মতাে ব্যয়বহুল নয়। |
হাটবাজার |
শহরে উন্নত ও আধুনিক মানের শপিংমলসহ সব শ্রেণির মানুষের উপযােগী হাটবাজার রয়েছে। |
গ্রামে উন্নতমানের শপিংমলের সুবিধা নেই। তাছাড়া শহরের মতাে সুযােগ-সুবিধামতাে সব জায়গায় হাটবাজারও বসে না। |
কথাগুলো বুঝে নিই।
পল্লির সেই সুরে ভরে যায় মন
শহুরে জীবন জ্বালা-শব্দদূষণ।
শহরে শান্তিতে বসবাস করা মুশকিল। কারণ হাজার
রকমের শব্দ কান ঝালাপালা করে দেয়। গ্রামে শব্দ
অনেক কম, তার ফলে মনের শান্তি বজায় থাকে।
কবিতাটি আবৃত্তি করি।
কবিতাটির মূলভাব লিখি।








