পাথর – কাগজ – কাঁচি খেলা (অধ্যায় পরিশিষ্ট ২)

story telling শিখি

কীভাবে খেলবেঃ

পাথর অপেক্ষা কাগজ শক্তিশালী, কারণ কাগজ পাথরকে ঢেকে দিতে পারে । কাগজ অপেক্ষা কাঁচি শক্তিশালী, কারণ কাঁচি কাগজকে কেটে ফেলতে পারে । কাঁচি অপেক্ষা পাথর শক্তিশালী, কারণ পাথর কাঁচিকে গুড়িয়ে দিতে পারে ।

দুইজন শিক্ষার্থী এই খেলা খেলবে । দুইজন একই সঙ্গে এক, দুই, তিন যাও বলবে এবং হাত দিয়ে পাথর – কাগজ – কাঁচির একটির চিহ্ন দেখাবে । লক্ষ রাখতে হবে যেন উভয়ই এক সাথে হাতের চিহ্ন দেখায় । যার চিহ্ন বেশি শক্তিশালী সে এই খেলায় জিতবে । উভয়ের হাতের চিহ্ন একই হলে খেলাটি অমীমাংসিত ধরা হবে এবং দুই এর অধিক শিক্ষার্থীও এই খেলা খেলতে পারে । সাধারণত কোন কাজ প্রথমে কে করবে তা ঠিক করার জন্য এই খেলা করা হয় ।