বোর্ড খেলা (অধ্যায় পরিশিষ্ট ৪)

story telling শিখি

কীভাবে খেলবেঃ

২ থেকে ৪ জন পর্যন্ত একসাথে খেলতে পারে । খেলতে লুডুর গুটি ও কৌটা লাগবে । পাথর, কাগজ, কাঁচি খেলার মাধ্যমে কে প্রথম ও কে দ্বিতীয় তা নির্ধারণ করা যায় । লুডুর চালে যার যতো সংখ্যা উঠবে ততো ঘর করে সামনে যাবে, চিত্রের মতো নির্দেশনা অনুযায়ী খেলা চলবে । (যেমন- ৫ এর ঘরে আসলে ৩ ঘর পিছনে যেতে হবে) । এভাবে যে প্রথম লক্ষ্যে পৌঁছাবে সে বিজয়ী হবে ।