সংখ্যা গণনা খেলা (অধ্যায় পরিশিষ্ট ৩)

story telling শিখি

কীভাবে খেলবেঃ

এই খেলা দুইজন খেলবে । তাদের মধ্যে একজন প্রশ্নকর্তা ও একজন উত্তরদাতা হবে । প্রশ্নকর্তা তার হাতে এক বা একাধিক তালি দিবে এবং উত্তরদাতা তালির সংখ্যা বলবে । উত্তর সঠিক হলে তার নামের পাশে বসবে, উত্তর ভুল হলে চিহ্ন বসবে । এভাবে ৫ বার খেলা হবে । এরপর প্রশ্নকর্তাকে উত্তরদাতা ও উত্তর দাতাকে প্রশ্নকর্তা করে আবার ৫ বার খেলা হবে । যে বেশি পাবে সে বিজয়ী হবে ।

পাথর, কাগজ, কাঁচি খেলার মাধ্যমে কে প্রথম প্রশ্নকর্তা হবে তা ঠিক করা যেতে পারে ।

নাম খেলা খেলা খেলা খেলা খেলা এর মোট সংখ্যা

রেজা

মিনা

এই উদাহরণে উভয়েই ৪ নম্বর পেয়েছে । পরে তারা অমীমাংসিত