ক্রমবাচক সংখ্যা (অধ্যায় ১৫)

story telling এসো নিজে করি

ক্রমবাচক সংখ্যা ব্যাবহার করে প্রাণিদের অবস্থান বল । (ছবি টেনে এনে সঠিক জায়গায় বসাই)

বাম

ডান

বাম থেকে কে দ্বিতীয় ?

ডান থেকে কে প্রথম ?

ডান থেকে কে পঞ্চম ?

বাম থেকে কে চতুর্থ ?

ডান থেকে কে তৃতীয় ?

ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে বাম ও ডান থেকে প্রতিটি ফলের অবস্থান বল । ( ছবি টেনে এনে সঠিক জায়গায় বসাই )

বাম

ডান

পাঁচজন শিক্ষার্থী দাঁড়িয়ে আছে ।

(১) বাম থেকে চার জনকে গোল কর। (ছবিতে ক্লিক করি)

বাম

ডান

(২) বাম থেকে চতুর্থ জনকে গোল কর। (ছবিতে ক্লিক করি)

বাম

ডান

নিচের ৫ জন শিশুর মধ্যে আলিকে খুঁজে বের করতে হবে । তার বন্ধু বলল, আলি দ্বিতীয় আসনে বসেছে । অপর এক বন্ধু বলল, আলির ডানদিকে ৩ জন শিশু আছে । ছবিতে আলিকে খুঁজে বের করে রং কর । ( ছবিতে ক্লিক করি )

বাম

ডান

কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে । ইরা সামনে থেকে দ্বিতীয় এবং তার পিছনে আরও ৫জন শিশু আছে । লাইনে কতজন শিশু আছে ?

শিশুদের সংখ্যা কীভাবে হিসাব করবে ?

+

=

কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে । রাজু সামনে থেকে তৃতীয় এবং পিছন থেকে পঞ্চম । লাইনে কতজন শিশু আছে ?

শিশুদের সংখ্যা কীভাবে হিসাব করবে ?

+

=

তামিম তার পরিবারে বয়সে ছোট থেকে তৃতীয় এবং বড় থেকে চতুর্থ সদস্য । তার পরিবারের সদস্য সংখ্যা কত ?