দুখুর ছেলেবেলা

activities এসো নিজে করি

ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরী করি।

সুরেলা মুগ্ধ মকতব কিশোর ঝাঁকড়া ডাঁশা ভাঙে বেঁধে জাতীয় বাদাড়ে

ক) দুখুর ঘুম

খুব সকালে।

খ) কুকুরটাকে

রাখ।

গ) দুখু মিয়ার গান শুনে সবাই

হতো।

ঘ) পাড়ার ছেলেদের সাথে

দুখু মিয়া খেলা করত।

ঙ) দুখু মিয়ার গানের গলা খুব

ছিল।

চ) দুখু মিয়ার মাথার চুল ছিল

ছ)

পেয়ারা খেতে খুব মজা।

জ) বনে

সাপ থাকে।

ঝ) শাপলা আমাদের

ফুল।

ঞ) দুখুদের গ্রামে একটা

ছিল।