দুখুর ছেলেবেলা

activities এসো নিজে করি

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

সুরেলা - সুরময়, যার সুর মধুর।
বাদাড় - জঙ্গল, জংলা অঞ্চল।
ঝাঁকড়া - লম্বা ঘন গোছা।
মকতব - বালক-বালিকাদের প্রাথমিক বিদ্যালয় বা পাঠশালা,
প্রধানত ইসলামি শিক্ষার বিদ্যালয়।
মুগ্ধ - মোহিত, মোহগ্রস্ত, বিভোর।
কিশোর - যার শৈশব পার হয়েছে, এগারো থেকে পনেরো বছর বয়সী বালক।
বেঁধে - আটকে রেখে।
টলটলে - ঘন ঘন আন্দোলিত।
জাতীয় - জাতিগত, জাতি সম্পর্কিত।