দুখুর ছেলেবেলা

প্রশ্ন উত্তর

মুখে মুখে উত্তর বলি

১। দুখু মিয়ার চুল কেমন ছিল?

দুখু মিয়ার চুল ছিল ঝাঁকড়া।

২। দুখু মিয়ার ঘুম ভাঙত কখন?

পাখির ডাকে দুখু মিয়ার ঘুম ভাঙত।

৩। দুখু কোথায় লেখা পড়া করত?

দুখু মকতবে লেখা পড়া করত।

৪। দুখুর গ্রামের নাম কী?

দুখুর গ্রামের নাম চুরুলিয়া।

৫। দুখুর গানের গলা কেমন ছিল?

দুখুর গানের গলা ছিল সুরেলা।

৬। আমাদের জাতীয় কবির নাম কী?

আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম।

৭। কাঠবিড়ালিকে দেখে দুখুর কী ইচ্ছে হয়?

কাঠবিড়ালিকে দেখে দুখুর কাঠবিড়ালি হতে ইচ্ছে হয়।

৮। দুখু দলবল নিয়ে কী করে?

দলবল নিয়ে দুখু খেলা করে, বনে-বাদাড়ে ঘুরে বেড়ায়, পানিতে সাঁতার কাটে।

৯। সকালে কিসের ডাকে দুখুর ঘুম ভাঙে?

সকালে পাখির ডাকে দুখুর ঘুম ভাঙে।