- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - আমার পরিচয়
- পাঠ ২ - আগের পাঠ থেকে জেনে নেই
- পাঠ ৩ - ছবির গল্প : কক্সবাজার
- পাঠ ৪ - আমাদের দেশ
- পাঠ ৪ (২) - ছবিতে ছবিতে সংখ্যা
- পাঠ ৫ - বর্ষাকাল
- পাঠ ৬ - আমি হব
- পাঠ ৬ (২) - ছবিতে ছবিতে সংখ্যা
- পাঠ ৭ - জলপরি ও কাঠুরে
- পাঠ ৮ - নানা রঙের ফুলফল
- পাঠ ৯ - আমাদের ছোট নদী
- পাঠ ১০ - নানির হাতের মজার পিঠা
- পাঠ ১১ - ট্রেন
- পাঠ ১২ - দুখুর ছেলেবেলা
- পাঠ ১৩ - প্রার্থনা
- পাঠ ১৩ (২) - ছবিতে ছবিতে সংখ্যা
- পাঠ ১৪ - খামার বাড়ীর পশুপাখি
- পাঠ ১৫ - ছয় ঋতুর দেশ
- পাঠ ১৬ - মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা
- পাঠ ১৭ - কাজের আনন্দ
- পাঠ ১৮ - সবাই মিলে কাজ করি
- Home
- Elements
দুখুর ছেলেবেলা
বাক্য রচনা
জোড় শব্দগুলো দিয়ে নতুন বাক্য তৈরী করি।
ডাঁশা ডাঁশা
বাক্য দেখি
অরুদের গাছটিতে ডাঁশা ডাঁশা আম ধরেছে।
শাখায় শাখায়
বাক্য দেখি
পাখিরা কৃষ্ণচূড়ার শাখায় শাখায় বসে কিচিরমিচির করছে
থোকা থোকা
বাক্য দেখি
বটগাছের মাথা সাদা থোকা থোকা ফুলে ভরে গেছে।
তরতর
বাক্য দেখি
তরতর করে নদী বয়ে যায়।
আমাদের জাতীয় কবির নাম লিখি। তাঁর সম্পর্কে চারটি বাক্য লিখি।
কাজী নজরল ইসলাম বিদ্রোহী কবি হিসেবেই পরিচিতি । তার ডাকনাম ছিল দুখু মিয়া। ছোটদের জন্য তার লেখা বইগুলো হচ্ছে ঝিঙেফুল, ঘুমপাড়ানি মাসিপিসি, ঘুমজাগানো পাখি। ‘বিদ্রোহী’ কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা।









