আমাদের ছোট নদী

activities এসো নিজে করি

ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরী করি।

কাশবন বাদল কূলে চিকচিক ঝাঁক ধারে হাঁক হাঁটুজলে নাওয়া উৎসবে আঁচল

ক) শালিক পাখিরা

বেঁধে যায়।

খ) রাতের বেলা শিয়াল

দেয়।

গ) আষাঢ় মাসে

নামে।

ঘ)

ফুলে ফুলে সাদা।

ঙ) নববর্ষে সারা দেশ

মেতে ওঠে।

চ)

দিয়ে মাছ ধরি।

ছ) ছেলেমেয়েরা

মাছ ধরছে।

জ) নদীর

নৌকা বাঁধা রয়েছে।

ঝ) আমার এখনো

খাওয়া হয় নি।

ঞ) রোদে বালি

করে।

ট) নদীর

সাদা কাশবন দেখা যায়।

রেখা টেনে মিল করি।

রাতে ওঠে
থেকে থেকে
আঁচলে
ছাঁকিয়া তারা
কিচিমিচি
করে সেথা
একধারে
বৈশাখ মাসে
নদীতে থাকে