- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - আমার পরিচয়
- পাঠ ২ - আগের পাঠ থেকে জেনে নেই
- পাঠ ৩ - ছবির গল্প : কক্সবাজার
- পাঠ ৪ - আমাদের দেশ
- পাঠ ৪ (২) - ছবিতে ছবিতে সংখ্যা
- পাঠ ৫ - বর্ষাকাল
- পাঠ ৬ - আমি হব
- পাঠ ৬ (২) - ছবিতে ছবিতে সংখ্যা
- পাঠ ৭ - জলপরি ও কাঠুরে
- পাঠ ৮ - নানা রঙের ফুলফল
- পাঠ ৯ - আমাদের ছোট নদী
- পাঠ ১০ - নানির হাতের মজার পিঠা
- পাঠ ১১ - ট্রেন
- পাঠ ১২ - দুখুর ছেলেবেলা
- পাঠ ১৩ - প্রার্থনা
- পাঠ ১৩ (২) - ছবিতে ছবিতে সংখ্যা
- পাঠ ১৪ - খামার বাড়ীর পশুপাখি
- পাঠ ১৫ - ছয় ঋতুর দেশ
- পাঠ ১৬ - মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা
- পাঠ ১৭ - কাজের আনন্দ
- পাঠ ১৮ - সবাই মিলে কাজ করি
- Home
- Elements
আমাদের ছোট নদী
এসো নিজে করি
ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরী করি।
কাশবন
বাদল
কূলে
চিকচিক
ঝাঁক
ধারে
হাঁক
হাঁটুজলে
নাওয়া
উৎসবে
আঁচল
ক) শালিক পাখিরা
বেঁধে যায়।
খ) রাতের বেলা শিয়াল
দেয়।
গ) আষাঢ় মাসে
নামে।
ঘ)
ফুলে ফুলে সাদা।
ঙ) নববর্ষে সারা দেশ
মেতে ওঠে।
চ)
দিয়ে মাছ ধরি।
ছ) ছেলেমেয়েরা
মাছ ধরছে।
জ) নদীর
নৌকা বাঁধা রয়েছে।
ঝ) আমার এখনো
খাওয়া হয় নি।
ঞ) রোদে বালি
করে।
ট) নদীর
সাদা কাশবন দেখা যায়।
রেখা টেনে মিল করি।
রাতে ওঠে
থেকে থেকে
থেকে থেকে
আঁচলে
ছাঁকিয়া তারা
ছাঁকিয়া তারা
কিচিমিচি
করে সেথা
করে সেথা
একধারে
বৈশাখ মাসে
নদীতে থাকে
নদীতে থাকে










