আমাদের ছোট নদী

activities শব্দার্থ

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

পাড়ি - পাড়।
বাদলধারা - বৃষ্টি
খরতর - প্রবল
সাড়া - শোরগোল বা আলোড়ন।
ঢালু - নিচু।
ঝাঁক - পাখি বা মাছের দল।
হাঁক - চিৎকার করে ডাকা।
কাশবন - কাশ ফুলের বন
বাদল - বৃষ্টি।
উৎসব - আনন্দের অনুষ্ঠান।
আঁচল - শাড়ির অংশবিশেষ