আমাদের ছোট নদী

প্রশ্ন উত্তর

মুখে মুখে উত্তর বলি

১। কখন ছোট নদীতে হাঁটুজল থাকে?

বৈশাখ মাসে নদীতে হাঁটুজল থাকে।

২। শিয়াল কখন হাঁক দেয়?

শিয়াল রাতে হাঁক দেয়।

৩। আষাঢ় মাসে কী হয়?

আষাঢ় মাসে বাদল নামে।

৪। ছোট নদী কীভাবে চলে?

ছোট নদী বাঁকে বাঁকে চলে।

৫। শালিকের ঝাঁক কী করে?

শালিকের ঝাঁক কিচিমিচি করে।

৬। নদীর দুই ধার দেখতে কেমন?

নদীর দুই ধার উঁচু এবং পাড় ঢালু।

৭। নদীতে কীভাবে ছেলেমেয়েরা মাছ ধরে?

ছেলেমেয়েরা আঁচলে ছেঁকে নদীতে মাছ ধরে।

৮। কখন নদী পানিতে ভরে যায়?

আষাঢ় মাসে নদী পানিতে ভরে যায়।