আমাদের ছোট নদী

পড়ি ও লিখি

জোড়া শব্দ পড়ি। ছন্দ মিলাই ও লিখি।

ঝাঁকে ঝাঁকে

ছন্দ দেখি

বাঁকে বাঁকে

বনে বনে

ছন্দ দেখি

মনে মনে

ফুলে ফুলে

ছন্দ দেখি

ঢুলে ঢুলে

চিক চিক

ছন্দ দেখি

ফিক ফিক

কিচিমিচি

ছন্দ দেখি

নাচিনাচি

কবিতাটি আবৃত্তি করি ও খাতায় লিখি।